থ্রি-আই অ্যাটলাস ঘিরে জল্পনা বাড়ছে
রহস্যে ঘেরা এক আন্তঃনাক্ষত্রিক বস্তু, ধূমকেতু থ্রি-আই/অ্যাটলাস, ২৯ অক্টোবর সূর্যের সবচেয়ে কাছের বিন্দুতে পৌঁছাবে। সেদিন এটি সূর্য থেকে প্রায় ১.৩৬ জ্যোতির্বিদ্যা একক দূরত্বে অতিক্রম করবে, যা মঙ্গলগ্রহের কক্ষপথের প্রায় সমান।