আজকাল প্রায় সবাই তারবিহীন হেডফোন, ইয়ারবাড বা ব্লুটুথ স্পিকার ব্যবহার করেন। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, এই ছোট ডিভাইসগুলো সাইবার হামলার জন্য পথ খুলে দিতে পারে। গুগলের জনপ্রিয় ‘ফাস্ট পেয়ার’ প্রযুক্তির নিরাপত্তা দুর্বলতার কারণে কিছু তারবিহীন অডিও ডিভাইস হ্যাকারদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার ঝুঁকিতে আছে।

বেলজিয়ামের কেইউ ল্যুভেন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, ফাস্ট পেয়ারের ত্রুটি ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই ডিভাইসের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে। এর ফলে কেবল ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া নয়, ব্যবহারকারীর ওপর নজরদারি করার সম্ভাবনাও থাকে।

ঝুঁকির মধ্যে রয়েছে সনি, জাবরা, জেবিএল, মার্শাল, শাওমি, নাথিং, ওয়ানপ্লাস, সাউন্ডকোর, লজিটেক এবং গুগলের বিভিন্ন অডিও ডিভাইস। গবেষকরা জানিয়েছেন, হ্যাকার মাত্র ৫০ ফুট দূরত্বে থাকলেই ডিভাইসের নিয়ন্ত্রণ নিতে পারে। একবার নিয়ন্ত্রণ পেলেই হ্যাকার ফোনকল ব্যাহত করতে, অডিও চালাতে এবং মাইক্রোফোন ব্যবহার করে আশপাশের কথোপকথন শোনার সুযোগ পেতে পারে। কিছু ক্ষেত্রে, গুগলের ফাইন্ড হাব যুক্ত ডিভাইস হ্যাক হলে ব্যবহারকারীর অবস্থানও শনাক্ত করা সম্ভব।

আরও পড়ুন

আরও পড়ুন

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে

মোবাইল ফোন কি সত্যিই ব্রেন ক্যানসারের ঝুঁকি বাড়ায়? গবেষণা যা বলছে

গবেষকরা বলেন, ঝুঁকি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর জন্য নয়; আইফোন ব্যবহারকারীরাও হুমকির মধ্যে পড়তে পারেন। মূল ব্লুটুথ প্রযুক্তিতে বড় কোনো সমস্যা না থাকলেও ফাস্ট পেয়ার প্রটোকলের বাস্তবায়নে ত্রুটি রয়েছে।

গুগল এই দুর্বলতা স্বীকার করেছে এবং ফাস্ট পেয়ার ও ফাইন্ড হাবের নিরাপত্তা নিয়মিত পর্যালোচনা ও উন্নত করা হচ্ছে। কিছু নির্মাতাকে সতর্ক করা হয়েছে এবং গুগলের নিজস্ব অডিও ডিভাইস ও অ্যান্ড্রয়েড ফাইন্ড হাবের জন্য নিরাপত্তা আপডেট প্রকাশ করা হয়েছে, যাতে এই ধরনের হামলা প্রতিরোধ করা যায়।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews