চলতি বছর পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী সম্মান প্রাপকদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সাধারণতন্ত্র দিবস উপলক্ষ্যে গতকাল রোববার (২৫ জানুয়ারি) রাষ্ট্রপতি ভবন থেকে এ ঘোষণা দেওয়া হয়। 

এবার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী পদক পাচ্ছেন ১৩১ জন। তাদের মধ্যে ১১ জন বাংলাকে সম্মান জানানো হয়েছে। বলিউড থেকে এ তালিকায় রয়েছেন তিনজন। মরণোত্তর পদ্মবিভূষণ পাচ্ছেন অভিনেতা ধর্মেন্দ্র। সংগীতে পদ্মভূষণ পাচ্ছেন অলকা ইয়াগনিক এবং পদ্মশ্রী পাচ্ছেন অভিনেতা আর মাধবন। 

বাংলা থেকে যে ১১ জনের নামের তালিকা ঘোষণা করা হয়েছে, সেই তালিকায় জ্বলজ্বল করছে বর্ষীয়ান অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নাম। পদ্মশ্রী সম্মান পাচ্ছেন এ কিংবদন্তি অভিনেতা। 'ইন্ডাস্ট্রি'র পদ্মশ্রী পাওয়ার খবরে খুশির হাওয়া টালিপাড়ায়। আনন্দিত তার ভক্ত-অনুরাগীরাও। বাংলা ইন্ডাস্ট্রিতে তার আজীবনের অবদানের জন্য এ সম্মান পাচ্ছেন তিনি। 

আরও পড়ুন

আরও পড়ুন

নতুন করে ‘হোক কলরব’ ঘিরে বিতর্ক, রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ

নতুন করে ‘হোক কলরব’ ঘিরে বিতর্ক, রাজ চক্রবর্তীকে আইনি নোটিশ

ইন্ডাস্ট্রিতে কেটে গেছে ৪০ বছরেরও বেশি সময়। শিশুশিল্পী হয়ে যাত্রা শুরু করেছিলেন প্রসেনজিৎ। ঝুলিতে ৪০০টিরও বেশি সিনেমা রয়েছে। কোনো সিনেমা হিট, আবার কোনোটি ফ্লপ। হিট-ফ্লপের এই ঝোড়ো সফরেই এতগুলো বছর পার করে দিয়েছেন তিনি। বাংলা বাণিজ্যিক সিনেমাকে একটা সময় তিনি প্রায় একাই কাঁধে টেনে নিয়ে যান। একের পর এক ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন এ অভিনেতা। টালিপাড়ার প্রায় সব নায়িকার সঙ্গে অভিনয় করেছেন। শহরতলি থেকে প্রত্যন্ত গ্রাম ভেঙে পড়ত, তিনি মাচায় এলে। সেই সিনেমা এখনো বদলায়নি একটুও। 

১৯৬৮ সালে প্রথম অভিনয়ে হাতেখড়ি অভিনেতার। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় পরিচালিত 'ছোট্ট জিজ্ঞাসা' সিনেমায় প্রথম অভিনয় তিনি। তবে বড়পর্দায় নায়ক হিসাবে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে 'দুটি পাতা' সিনেমায়। তারপর সময়ের হাত ধরে পর্দায় নিজেকে নিয়ে ভাঙচুর করেছেন। কখনো তিনি 'বাইশে শ্রাবণ'-এর প্রবীর চৌধুরী, কখনো তিনি 'মনের মানুষ'-এর লালন ফকির, আবার কখনো তিনি 'কাকাবাবু'। তার কাজের পরিধি টালিউডের গণ্ডি পেরিয়ে বিস্তৃত হয়েছে আরও অনেক দূরে। দর্শকের ভালোবাসা, অসংখ্য সম্মান, নতুন নতুন চরিত্রে অভিনয়---সারাজীবনে প্রাপ্তি কোনো অংশে কম নয় অভিনেতার। তবে এবারের প্রাপ্তি পদ্মশ্রী পদক তাকে এনে দিয়েছে পরিপূর্ণতা। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews