কিছু জিনিসের গন্ধ ইঁদুর একদম সহ্য করতে পারে না। যেখানে ইঁদুর ঘোরাফেরা করে, সেখানে কটন বল বা কাপড়ে কয়েক ফোঁটা পেপারমিন্ট তেল দিয়ে রাখুন। লবঙ্গ ছড়িয়ে রাখতে পারেন। গোলমরিচ বা লাল মরিচও রাখতে পারেন। শুকনা মরিচ, পুদিনা আর লবঙ্গ কাপড়ে বেঁধে ঘরের কোণে রাখলেও কাজ হয়।