বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্র্যান্ড অ্যাপল তাদের অ্যাপ স্টোরের সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের সংখ্যা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। কোম্পানিটির বিজ্ঞাপনী ‘হেল্প পেইজ’-এ বলছে, এ বছরের মার্চ থেকে অ্যাপ স্টোরের সার্চ রেজাল্টে আরও বেশি বিজ্ঞাপন দেখা যাবে।
বিজ্ঞাপনের সুযোগ বাড়িয়ে আরও বেশি ডাউনলোডের উদ্দেশ্যে অ্যাপল সার্চ রেজাল্টে বাড়তি বিজ্ঞাপন যোগ করবে।
আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানিটি প্রচলিত ‘সার্ভিস’ বা সেবা খাতের ব্যবসার একটি বড় অংশই আসে অ্যাপ স্টোর থেকে। অ্যাপ ডাউনলোড হোক বা অ্যাপের ভেতরে কোনো কেনাকাটা উভয় লেনদেন থেকেই অর্থ আয় করে অ্যাপল। পাশাপাশি, ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে চায় এমন বিভিন্ন কোম্পানির কাছে বিজ্ঞাপনের জায়গা বিক্রি করেও প্রচুর অর্থ করছে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। অ্যাপ স্টোরে বিজ্ঞাপন দেওয়ার বিষয়টি অ্যাপলের জন্য নতুন কিছু নয়। তবে গত কয়েক বছরে বিজ্ঞাপনের পরিমাণ ক্রমাগত বেড়েছে।
‘ম্যাকরিউমার্স’-এর দেখা ডেভেলপারদের কাছে পাঠানো এক ইমেইল অনুসারে, সার্চ রেজাল্টে বিজ্ঞাপনের এ নতুন নিয়মটি ৩ মার্চ থেকে কার্যকর করা হবে।
২০২৫ সালে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছিল, নিজেদের ‘ম্যাপস’ অ্যাপেও বিজ্ঞাপন আনার পরিকল্পনা করছে অ্যাপল। ওই বছরের এপ্রিলে নিজেদের বিজ্ঞাপনী ব্যবসার নাম ‘অ্যাপল সার্চ অ্যাডস’ থেকে বদলে কেবল ‘অ্যাপল অ্যাডস’ রেখেছে অ্যাপল।
ওই সময়ই ইঙ্গিত মিলেছিল, গ্রাহকদের কাছে পৌঁছানোর জন্য বিজ্ঞাপনের জায়গা আরও বাড়াতে চায় কোম্পানিটি।