বিনোদন জগতের ছোটপর্দার অভিনেতা জয় ভানুশালি ও মডেল-অভিনেত্রী মাহী বিজ দম্পতির সংসার ভাঙনের পথে। এর আগে গত বছর বিচ্ছেদের জল্পনা শুরু হয়েছিল। নতুন বছরের শুরুতেই সব স্পষ্ট করে দেন এ তারকা দম্পতি।

আবার তারা আলোচনায় এসেছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিতে দেখা গেছে, একটি হুডখোলা গাড়িতে বসে মেয়েকে নিয়ে কোথাও যাচ্ছেন অভিনেত্রী মাহী বিজ। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মাঝে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে।

সদ্য নতুন বাড়ি কিনেছেন মাহী বিজ। নতুন বাড়ির পূজার ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে৷ এবার গাড়িতে মা-মেয়ের ‘ড্রাইভ’-এর মুহূর্ত ছড়িয়ে পড়েছে সর্বত্র। নতুন গাড়ি কেনার আনন্দে সাবেক স্বামী জয় শুভেচ্ছাও জানিয়েছেন মাহীকে। বিবাহবিচ্ছেদ হওয়ার পর একে একে মাহীর এই দামি জিনিস কেনাকাটায় অনেকেই তির্যক দৃষ্টিতে দেখছেন।

তবে অভিনেত্রীর ৫০ লাখ টাকা দামের গাড়ি কেনার নেপথ্যে রয়েছে অন্য কাহিনি। সেই ব্যাখ্যা দিয়েছেন মাহী নিজেই। যে গাড়িটি তিনি কিনেছেন, তা মাহী ও জয়ের মেয়ে তারার প্রিয়। মেয়ের ইচ্ছা পূরণ করতেই এ গাড়ি কেনার সিদ্ধান্ত নেন মাহী। অনেকে অবশ্য পুরো বিষয়টিকে অন্য ভাবে দেখছেন।

যদিও মাহী বারবার বলেছেন— মেয়ের ইচ্ছার মান রাখতেই তিনি এ গাড়ি কিনেছেন। কখনো তিনি চান না একরত্তি মেয়েকে ভুল অভ্যাস করাতে বা ভুল পথে চালনা করতে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews