দ্য নিউ স্কুল ঢাকায় (এনএসডি) জরায়ুমুখ ও স্তন ক্যানসার বিষয়ক একটি সচেতনতামূলক কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বনানিতে স্কুলটির ক্যাম্পাসে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 

এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল নারীদের মধ্যে বহুল প্রচলিত এই দুই ধরনের ক্যানসার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং প্রতিরোধ ও প্রাথমিক শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা।

এ উপলক্ষ্যে সকাল ১০টার দিকে বনানীতে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। অংশগ্রহণকারীরা ক্যানসার প্রতিরোধ, এইচপিভি টিকাদান ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরে ব্যানার ও প্ল্যাকার্ড বহন করেন।

র‍্যালির পর বিদ্যালয়ের অডিটোরিয়ামে একটি ইন্টার‌্যাকটিভ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. হাসিনা আখতার। মাল্টিমিডিয়া উপস্থাপনার মাধ্যমে তিনি সহজ ও স্পষ্ট ভাষায় জরায়ুমুখ ও স্তন ক্যানসার সম্পর্কে আলোচনা করেন।

তিনি জানান, এইচপিভি টিকাদান ও নিয়মিত স্ক্রিনিংয়ের মাধ্যমে জরায়ুমুখ ক্যানসার অনেকাংশেই প্রতিরোধযোগ্য। দেরিতে শনাক্ত হওয়ার কারণে বাংলাদেশে প্রতিদিন বহু নারী এ রোগে মৃত্যুবরণ করছেন বলেও তিনি উদ্বেগ প্রকাশ করেন। স্তন ক্যানসার প্রসঙ্গে তিনি ২০ বছর বয়স থেকে নিয়মিত স্ব-পরীক্ষা এবং ৪০ বছরের পর বছরে অন্তত একবার স্ক্রিনিং করার পরামর্শ দেন।

আলোচনা পর্বে টিকাদান, পরীক্ষা ও প্রতিরোধমূলক ব্যবস্থার বিষয়ে নানা প্রশ্ন করেন। কর্মসূচির শেষে পরিবার ও সমাজে সচেতনতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

বিডি প্রতিদিন/কেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews