তিনজনের মৃত্যুদণ্ড হলেও তিন আসামির কারাদণ্ডের রায়ে ক্ষুব্ধ শহীদ শাহারিয়ার খান আনাসের মা সানজিদা খান। তিনি প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় নিয়ে।
জুলাই গণ–অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের এক মামলা আজ সোমবার রায়ের পর সানজিদা খান তাঁর অসন্তোষ প্রকাশ করে বলেন, ‘সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও ৩ বছরের যদি কারাদণ্ড দেওয়া হয়, তা কি আসলেই যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন?
‘আমি তা মনে করি না। আমি আমার সন্তান হারাইছি। সব প্রমাণ দেওয়ার পরও যদি তিন বছরের সাজা হয়...’
২০২৪ সালের ৫ আগস্ট চানখাঁরপুলে ছয়জনকে গুলি চালিয়ে হত্যা মামলার রায়ে ট্রাইব্যুনাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন।