জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মাদ তাহেরের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির অভিযোগ, ইসলামী আন্দোলনকে ভুলভাবে উপস্থাপন করে দেশবিরোধী ষড়যন্ত্রে অংশ নিয়েছেন তিনি।

রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ডা. আব্দুল্লাহ তাহের সম্প্রতি আমেরিকান দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে আলাপচারিতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য করেছেন, তা তাদের দৃষ্টিগোচর হয়েছে। সেখানে তিনি ইসলামী আন্দোলনের ভেতরে ‘এক্সট্রিমিজম’ আছে বলে উল্লেখ করেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই অঞ্চলের হাজার বছরের সুফি-ধারা থেকে বিকশিত একটি আধ্যাত্মিক ও সংস্কারমূলক রাজনৈতিক আন্দোলন। দলটি ইসলামের দাওয়াতি চরিত্র ধারণ করে ভালোবাসা, সেবা ও যুক্তিবোধের মাধ্যমে মানুষের মন জয় করার রাজনীতি করে আসছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন নিয়মতান্ত্রিক ও সাংবিধানিক পদ্ধতিতে দেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করছে। ইসলাম-বহির্ভূত ও ভ্রান্ত ধারণাপ্রসূত তথাকথিত উগ্রপন্থাকে দলটি কখনোই সমর্থন করেনি।

তিনি আরও বলেন, ডা. তাহের চাইলে ইসলামী আন্দোলন সম্পর্কে যথাযথ ও বাস্তবসম্মত ধারণা দিতে পারতেন। কিন্তু তার পরিবর্তে তিনি বাংলাদেশে ‘এক্সট্রিমিজম’-এর অস্তিত্ব স্বীকার করে পশ্চিমা ‘ওয়ার অন টেরর’ পরিভাষা ব্যবহার করেছেন, যা দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল। বাংলাদেশে উগ্রবাদ বা চরমপন্থার অস্তিত্ব খোঁজা দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, দলের রাজনীতিতে কোনো ধরনের গোপনীয়তা বা দ্বিচারিতা নেই। তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশে সক্রিয় রাজনীতির মাধ্যমে সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সংস্কারমূলক ধারাকে শক্তিশালী করা হয়েছে। ফলে দলটির রাজনৈতিক অবস্থান ও পদ্ধতি নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

এ অবস্থায় ডা. আব্দুল্লাহ তাহেরের বক্তব্যে মার্কিন দূতাবাসকে জড়ানোর বিষয়েও প্রশ্ন তোলে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ বিষয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের আনুষ্ঠানিক বক্তব্য ও ব্যাখ্যা দাবি করা হয় বিবৃতিতে।

বিডি-প্রতিদিন/শআ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews