ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নিয়ে আপত্তিকর বক্তব্য দেওয়ায় দুঃখ প্রকাশ করেছেন বরগুনার জামায়াত নেতা মো. শামীম আহসান।

রোববার (২৫ জানুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি ভিডিও বার্তার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন। 

এর আগে শনিবার (২৪ জানুয়ারি) রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় বরগুনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদের নির্বাচনি জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। তিনি তার ওই বক্তব্যে বলেন, নির্বাচনের পরে, যে ডাকসু মাদকের আড্ডাখানা এবং বেশ্যাখানা ছিল, সেটা ইসলামী ছাত্রশিবির পরিবর্তন করতে সক্ষম হয়েছে। 

শামীম আহসানের ডাকসু নিয়ে দেওয়া ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াসহ বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশ হয়। এতে নিন্দা জানায় ঢাবি কর্তৃপক্ষ। এছাড়াও তার বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারিও দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)।

পরবর্তীতে এ ঘটনায় একটি ভিডিও বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেন জামায়াত নেতা মো. শামীম আহসান।

ভিডিও বার্তায় শামীম আহসান বলেন, ‘২০২৪ সালের আগে ডাকসু ছিল নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের দখলে। ছাত্রলীগের পলাতক সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও পলাতক সভাপতি সাদ্দাম হোসেন ২০১৯ সালের ডাকসুকে কুক্ষিগত করেছিল। এই পরিচয়কে ব্যবহার করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজির আখড়া হিসেবে গড়ে তুলেছিল। তাছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা যেমন, সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ককে কেন্দ্র করে অনৈতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিত তারা; যা বিভিন্ন সময় পত্রপত্রিকায় উঠে এসেছে। এগুলো কারোরই অজানা কথা নয়।’

তিনি আরও বলেন, ‘আমি আমার বক্তব্যে মূলত নিষিদ্ধ ছাত্রলীগের সেই সকল অপকর্মের কথাই বুঝিয়েছি। জুলাই বিপ্লবের পর ২০২৪ সালের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে ও সর্বোচ্চ সমর্থন পেয়ে ছাত্রশিবিরের প্যানেল নির্বাচিত হয়। এরপর থেকে ডাকসু চাঁদাবাজ, মাদককারবারি, সিট বাণিজ্য ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব ভূমিকা পালন করে আসছে। সেই প্রেক্ষিতে আমি বুঝিয়েছি, নিষিদ্ধ ছাত্রলীগ ডাকসুতে যে কালিমা লাগিয়েছিল ছাত্রশিবির তা মুছে দিতে সক্ষম হয়েছে। এরপরও যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ছাত্রছাত্রী ভাই ও বোনেরা কষ্ট পেয়ে থাকেন এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং লজ্জিত।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews