রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে বহির্বিশ্বের সঙ্গে ভালো সম্পর্কের নিদর্শন হিসেবে জায়ান্ট পান্ডা ব্যবহার করে আসছে চীন। কোনো দেশকে যেমন বন্ধুত্বের প্রতিক হিসেবে পান্ডা দেওয়া হয়, তেমনি খারাপ সম্পর্ক বোঝাতে এটি কেড়ে নেয় চীন।

তাইওয়ান ইস্যুতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের পর দুদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। মাঝে যুদ্ধাবস্থাও তৈরি হয়েছিল। আর এরমাঝে পান্ডা ফিরিয়ে নিচ্ছে চীন। দেশটির এই ‘পান্ডা ডিপ্লোম্যাসি’ নতুন করে আলোচনায় এনেছে জাপানের সঙ্গে কূটনীতিক-রাজনৈতিক-অর্থনৈতিক সম্পর্ক ইস্যুকে।

এই পান্ডা ডিপ্লোম্যাসির অংশ হিসেবে জাপানকে ১৯৭২ সালে প্রথমবারের মতো পান্ডা উপহার দেয়। তখন দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হয়েছিল। সম্প্রতি সম্পর্কের অবনতি হওয়ায় পান্ডা ফেরত নিচ্ছে চীন।

জাপানের উয়েনো চিড়িয়াখানায় রোববার হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন দেশের শেষ দুটি জায়ান্ট পান্ডাকে বিদায় জানাতে। আগামী মঙ্গলবার এই যমজ পান্ডা শিয়াও শিয়াও ও লেই লেইকে চীনে ফেরত পাঠানো হবে।

দর্শনার্থীরা প্রায় সাড়ে তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে এই প্রিয় প্রাণী দুটিকে শেষবারের মতো দেখেছেন। যমজ পান্ডা দুটির চলে যাওয়ার ফলে ১৯৭২ সালের পর প্রথমবারের মতো জাপান পান্ডাশূন্য হয়ে যাচ্ছে। 

চীন ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে এই পান্ডা ডিপ্লোম্যাসি করে আসছে। তবে চীন বিদেশে ঋণ দেওয়া সব পান্ডা এবং বিদেশের মাটিতে জন্ম নেওয়া তাদের ছানাদের মালিকানা নিজের কাছে রাখে। এর বিনিময়ে স্বাগতিক দেশগুলোকে প্রতি জোড়া পান্ডার জন্য বছরে প্রায় ১০ লাখ ডলার ফি দিতে হয়।

টোকিও কর্তৃপক্ষ জানিয়েছে, চিড়িয়াখানায় শিয়াও শিয়াও ও লেই লেই শেষবার দেখার জন্য নির্ধারিত ৪,৪০০টি স্থানের বিপরীতে প্রায় ১ লাখ ৮ হাজার মানুষ আবেদন করেছিলেন। শিয়াও শিয়াও ও লেই লেই ২০২১ সালে উয়েনো চিড়িয়াখানায় জন্মগ্রহণ করেছিল। পান্ডা দুটির মা শিন শিন ও বাবা রি রিকে প্রজনন গবেষণার উদ্দেশ্যে চীনের পক্ষ থেকে জাপানকে ঋণ দেওয়া হয়েছিল।

সাম্প্রতিক সময়ে চীনের পান্ডা ঋণ দেওয়া বড় বাণিজ্য চুক্তির সঙ্গে যুক্ত হয়ে এসেছে। গত কয়েক বছরে বহু পান্ডা চীনে ফেরত পাঠানো হয়েছে। সাধারণত ঋণ চুক্তির মেয়াদ ১০ বছর হয়, যদিও প্রায়ই তা বৃদ্ধি পায়। তবে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণে জাপানে নতুন করে পান্ডা ঋণ দেওয়ার সম্ভাবনা অনিশ্চিত হয়ে গেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews