কলকাতা ও বাংলাদেশের টেলিভিশনের প্রিয় মুখ মধুমিতা সরকার, যাকে ‘পাখি’ চরিত্রের মাধ্যমে দর্শকরা চিরস্মরণীয়ভাবে মনে রেখেছেন। সম্প্রতি তিনি দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবনের সূচনা করলেন।

বিয়ের দিন মধুমিতা ধরা দিয়েছিলেন রাজকীয় বাঙালি বধূর সাজে। লাল বেনারসির শাড়ি, যেখানে জরি ও সুতার কাজ ঝকঝকে করছিল, হাতে সোনার গয়না, ঝুমকা এবং মাথায় সোনার মুকুট-সব মিলিয়ে এক অপরূপ সৌন্দর্য সৃষ্টি করেছে। দেবমাল্যও লাল পাঞ্জাবি ও টোপর পরে সম্পূর্ণ বাঙালি বর হিসেবে নজর কেড়েছেন।

সিঁথিতে সিঁদুর এবং কপালে চন্দনের কলকায় মধুমিতার উপস্থিতি যেন এক মায়াবী বধূর রূপ দিয়েছে। লাল বেনারসির সঙ্গে আলতা, হাতে সোনার ব্যান্ড এবং কপালে লাল টিপ-সব মিলিয়ে সাবেকি বাঙালি বউয়ের পুরো আভা ফুটে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় নবদম্পতির রাজকীয় বিয়ে লুক দ্রুত ভাইরাল হয়েছে।

মধুমিতা সরকারের বৌভাতের সাজ ছিল লালের রাজকীয় ছোঁয়ায় রঙিন, যেখানে প্রথাগত বাঙালি সাজের সঙ্গে আধুনিকতার নান্দনিক মিশ্রণ চোখে পড়েছে।

drew

রিসেপশনের সন্ধ্যার জন্য মধুমিতা বেছে নিয়েছিলেন গাঢ় লাল রঙের ভারী কাজ করা সিল্ক শাড়ি, যার আঁচল জুড়ে সূক্ষ্ম গোল্ডেন এমব্রয়ডারি। লাল শাড়ির সঙ্গে ফুল-স্লিভ ব্লাউজ, খোলা চুলে সাদা ফুলের সাজ-সব মিলিয়ে মধুমিতার মোহময়ী রূপটি ছিল রাজকীয়।

তবে তার সাজের আকর্ষণীয় অংশ ছিল গয়না। গলায় ভারী কুন্দন নেকলেস, কানে ঝুমকা, চুড়ি সব মিলিয়ে মধুমিতার সৌন্দর্য আরও উজ্জ্বল করেছে। সিঁথিতে রাঙানো সিঁদুর তাকে সম্পূর্ণ বাঙালি বউ হিসেবে তুলে ধরেছে। হালকা মেকআপ তার রূপকে আরও প্রাকৃতিক ও মার্জিত করে তুলেছে।

বর দেবমাল্য চক্রবর্তী এই দিনের জন্য বেছে নিয়েছিলেন ধবধবে সাদা শেরওয়ানি, যার বর্ডার জুড়ে সোনালি কারুকাজ। এছাড়া পোশাকের সঙ্গে মানানসই গলায় হার, হাতে দামি ঘড়িতে হয়েছেন স্টাইলিশ।

নবদম্পতির বসার জায়গার পেছনে রাখা ত্রিশূল, লাল গোলাপ ও সাদা রজনীগন্ধায় সাজানো প্রীতিভোজের আসরসহ দুটি দিনের অনুষ্ঠানই ফ্যাশনের এবং ঐতিহ্যের এক চমৎকার সংমিশ্রণ হিসেবে দর্শককে মুগ্ধ করেছে।

দুটি দিনের বিয়ের অনুষ্ঠানেই দেখা গেল কীভাবে মধুমিতা ও দেবমাল্য তাদের সাজের মাধ্যমে বাঙালি ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত সমন্বয় তুলে ধরেছেন।

আরও পড়ুন:
হাই-রাইজ জিন্স কারা পরবেন 
হৃত্বিক রোশনের ছবির পোজ দেওয়ার সিক্রেট 

এসএকেওয়াই/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews