এসএসএলটি ভিত্তিক থেরাপিতে বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলাদেশ

বাংলাদেশের স্বাস্থ্য ও রিহ্যাবিলিটেশন সেবা খাত আন্তর্জাতিক অঙ্গনে এক গৌরবময় স্বীকৃতি অর্জন করেছে। দেশের যোগাযোগ, শ্রবণ ও গলধঃকরণ রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞদের জাতীয় পেশাজীবী সংগঠন সোসাইটি অব স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টস (এসএসএলটি) ইন্টারন্যাশনাল সোসাইটি অব অডিওলজি (আইএসএ)–এর ‘প্রিমিয়াম অ্যাফিলিয়েট’ সদস্যপদ অর্জন করেছে। এই অর্জন কেবল একটি প্রাতিষ্ঠানিক সাফল্যই নয়, বরং বাংলাদেশের রিহ্যাবিলিটেশন চিকিৎসা খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক।

এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ, শ্রবণ ও গলধঃকরণ রিহ্যাবিলিটেশন বিশেষজ্ঞরা আন্তর্জাতিক পেশাজীবী নেটওয়ার্কের অবিচ্ছেদ্য অংশে পরিণত হলেন। দীর্ঘদিন ধরে যারা বাক ও ভাষাগত প্রতিবন্ধকতা, শ্রবণ সমস্যায় ভোগা রোগী এবং গলধঃকরণ জটিলতায় আক্রান্ত শিশু ও প্রাপ্তবয়স্কদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তাদের পেশাগত দক্ষতা ও অবদান এবার বিশ্বমঞ্চে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল।

এসএসএলটি’র এই অর্জনের ফলে বাংলাদেশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এখন সরাসরি ইন্টারন্যাশনাল সোসাইটি অব অডিওলজি’র বৈশ্বিক জ্ঞানভান্ডার, সর্বশেষ গবেষণা, প্রশিক্ষণ উপকরণ এবং প্রমাণভিত্তিক চিকিৎসা প্রোটোকলে প্রবেশাধিকার লাভ করবেন। বিশেষজ্ঞদের মতে, এর মাধ্যমে দেশে প্রদত্ত রিহ্যাবিলিটেশন সেবার মান আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আরও আধুনিক, কার্যকর ও যুগোপযোগী হয়ে উঠবে।

এছাড়া এই সংযুক্তি দেশের বিশেষজ্ঞদের জন্য বিশ্বের খ্যাতনামা গবেষক, অডিওলজিস্ট ও থেরাপিস্টদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ, জ্ঞান বিনিময় এবং যৌথ গবেষণার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে। এতে ভবিষ্যতে বাংলাদেশে যোগাযোগ ও শ্রবণ স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এসএসএলটি’র পক্ষ থেকে এই অর্জনকে দেশের স্বাস্থ্য ও রিহ্যাবিলিটেশন খাতের জন্য একটি গর্বের মুহূর্ত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সংগঠনের মুখপাত্র আহাম্মদ শরীফ শাকিব বলেন, “আইএসএ’র সঙ্গে এই একাত্মতা আমাদের পেশাদার যাত্রাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এটি আমাদের স্থানীয় অভিজ্ঞতাকে বৈশ্বিক মানের সঙ্গে সমন্বয়ের সুযোগ তৈরি করবে, যার চূড়ান্ত সুফল ভোগ করবে বাংলাদেশের সাধারণ মানুষ।”

সার্বিকভাবে, যোগাযোগ, শ্রবণ ও গলধঃকরণ জটিলতায় আক্রান্ত রোগীদের সেবায় নিয়োজিত এই বিশেষজ্ঞদের আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের স্বাস্থ্যখাতে একটি উজ্জ্বল সংযোজন। এই যুগান্তকারী পদক্ষেপ ভবিষ্যতে আধুনিক ও কার্যকর রিহ্যাবিলিটেশন সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews