মাইক্রোসফট পেইন্টে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক নতুন কালারিং বুক ফিচার। শিশুদের বিনোদন ও সৃজনশীলতা বাড়াতে চালু করা এই সুবিধার মাধ্যমে শুধু লেখা নির্দেশনা (টেক্সট প্রম্পট) দিলেই বিভিন্ন ছবি বা কালারিং পেজ তৈরি করা যাবে।

পরীক্ষামূলকভাবে উইন্ডোজ ইনসাইডারদের জন্য উন্মুক্ত এই ফিচারে ব্যবহারকারী কোনো দৃশ্য বা বস্তুর বর্ণনা লিখলে এআই স্বয়ংক্রিয়ভাবে একাধিক ডিজাইনের কালারিং পেজ তৈরি করবে। 

মাইক্রোসফটের উদাহরণ অনুযায়ী, ‘একটি ডোনাটের ওপর বসে থাকা তুলতুলে বিড়াল’ লিখলে সেই ধারণা অনুযায়ী বিভিন্ন স্টাইলের ছবি পাওয়া যাবে। ব্যবহারকারীরা সেখান থেকে পছন্দের ছবিটি সংরক্ষণ, কপি বা প্রিন্ট করতে পারবেন।

মাইক্রোসফটের মতে, শিশুদের সৃজনশীলতা বিকাশ ও বিনোদনে এই ফিচার কার্যকর ভূমিকা রাখবে। বর্তমানে এআই কালারিং বুক সুবিধাটি শুধু কোপাইলট প্লাস পিসি ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত।

আরও পড়ুন

আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে অপরিচিত কলে বিরক্ত, সাইলেন্ট করবেন কিভাবে?

হোয়াটসঅ্যাপে অপরিচিত কলে বিরক্ত, সাইলেন্ট করবেন কিভাবে?

এছাড়া পেইন্টে যুক্ত হয়েছে নতুন ‘ফিল টলারেন্স’ স্লাইডার, যার মাধ্যমে রং ভরার সময় কতটা নির্ভুলভাবে রং বসবে তা নিয়ন্ত্রণ করা যাবে।

এদিকে, মাইক্রোসফট নোটপ্যাডেও এআই সুবিধা আরও উন্নত করা হয়েছে। ‘রাইট’, ‘রিরাইট’ ও ‘সামারাইজ’ ফিচারগুলো এখন দ্রুত কাজ করবে এবং জিপিটি প্রযুক্তির মাধ্যমে লেখার মান উন্নত ও দীর্ঘ নোট সংক্ষেপে উপস্থাপন করা যাবে। পুরো ফলাফলের জন্য অপেক্ষা না করেই প্রিভিউয়ের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন ব্যবহারকারীরা।

যেভাবে ব্যবহার করবেন

নতুন এসব এআই ফিচার ব্যবহার করতে মাইক্রোসফট অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। প্রাথমিকভাবে উইন্ডোজ ১১-এর ক্যানারি ও ডেভ চ্যানেলের উইন্ডোজ ইনসাইডারদের জন্য এই আপডেট চালু করা হয়েছে।

সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এআইয়ের বাস্তব প্রয়োগ ও সামাজিক গুরুত্ব তুলে ধরার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন। নতুন এই ফিচারগুলোকে দৈনন্দিন কাজে এআইয়ের ব্যবহার বাড়ানোর গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews