বর্তমানে স্মার্ট গ্যাজেটগুলোর মধ্যে ফোনের পাশাপাশি ইয়ারবাড এবং স্মার্টওয়াচ খুবই জনপ্রিয়। তবে স্মার্ট রিংও জনপ্রিয় হতে শুরু করেছে। অন্যান্য আংটির মতোই এই স্মার্ট রিং সারাক্ষণ হাতের আঙুলে পরে থাকতে পারবেন। সেখানেই পাবেন আপনার সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন।

স্মার্টওয়াচে যেভাবে আপনি কলের নোটিফিকেশন পান সেভাবে স্মার্ট রিংয়েও পাবেন। পরিধেয় পণ্য নির্মাতা প্রতিষ্ঠান আল্ট্রাহিউম্যান এবার স্মার্ট রিং আনলো বাজারে। ডিজেল আল্ট্রাহিউম্যান রিং হলো একটি স্মার্ট রিং যা ডিজেলের ডিজাইনে  এসেছে, সঙ্গে স্বাস্থ্য ট্র্যাকিং এর বিভিন্ন বৈশিষ্ট্যও রয়েছে।

এই স্মার্ট রিংয়ে ঘুমের মান ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং, ধাপ গণনার জন্য একটি পেডোমিটার এবং ক্যালোরি ট্র্যাকিং রয়েছে। এছাড়াও ডিজেল আল্ট্রাহিউম্যান রিং রিয়েল টাইমে পুনরুদ্ধারের হার এবং স্ট্রেস লেভেল ট্র্যাক করে।

সংযোগের জন্য, এটি ব্লুটুথ লো এনার্জি ৫ সমর্থন করে। এটি আইওএস ১৫ বা তার পরবর্তী সংস্করণে চলমান আইফোন মডেল এবং অ্যান্ড্রয়েড ৬ বা তার পরবর্তী সংস্করণে চলমান অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

কোম্পানির দাবি, যে স্মার্ট রিংটি পরিধানকারীর রক্তে ক্যাফিনের মাত্রাও পর্যবেক্ষণ করে কাট-অফ সময় বা ব্যবহারকারীর কখন ক্যাফিন খাওয়া বন্ধ করা উচিত তা নির্দেশ করে। পরিধানযোগ্য ডিভাইসটি নারী ব্যবহারকারীদের ডিম্বস্ফোটন চক্রও ট্র্যাক করতে সক্ষম হবে।

অনবোর্ড সেন্সরগুলোর তালিকায় একটি ইনফ্রারেড ফটোপ্লেথিসমোগ্রাফি (পিপিজি) সেন্সর, একটি নন-কন্টাক্ট মেডিকেল-গ্রেড ত্বকের তাপমাত্রা সেন্সর, ছয়-অক্ষের গতি সেন্সর, হৃদস্পন্দন পর্যবেক্ষণ এবং অক্সিজেন স্যাচুরেশনের জন্য লাল এলইডি এবং হৃদস্পন্দন পর্যবেক্ষণের জন্য সবুজ এবং ইনফ্রারেড এলইডি অন্তর্ভুক্ত রয়েছে।

ডিজেল আল্ট্রাহিউম্যান আংটিটি চকচকে রূপালি এবং ডিস্ট্রেসড কালো রঙে পাওয়া যাচ্ছে। ভারতে ডিজেল আল্ট্রাহিউম্যান রিংয়ের দাম ৪৩ হাজার ৮৮৯ রুপি। নতুন স্মার্ট আংটিটি ভারতে নির্বাচিত অফলাইন ডিজেল স্টোর, ডিজেলের ওয়েবসাইট, আল্ট্রাহিউম্যানের ওয়েবসাইট, অ্যামাজন এবং অন্যান্য খুচরা দোকানের মাধ্যমে কেনা যাবে।

আরও পড়ুন

এক চার্জে ৭দিন চলবে এই স্মার্ট রিং

এবার ঘুম-স্বাস্থ্যের খেয়াল রাখবে স্মার্ট রিং

সূত্র: গ্যাজেট ৩৬০

কেএসকে/



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews