নওগাঁর ধামইরহাট বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ধামইরহাট পৌরসভার অন্তর্গত দক্ষিণ চকযদু মহল্লায় এ প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করেছেন ধামইরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মন্ডল। 

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর কাউন্সিলর মো. রেজাউল করিম মুসা, ধামইরহাট পৌর বিএনপির সহ-সাংগঠনিক মো. আব্দুল আলীম গোল্ডেন, পৌর বিএনপির ৭ নং ওয়ার্ডের সভাপতি মো. ইছা মন্ডল, ধামইরহাট বাজার বণিক সমিতির যুগ্ম সম্পাদক মো. সাখাওয়াত হোসেন সাগর, পৌর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. বেনু আমিন, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারী শিক্ষক মোসা. রাজিয়া সুলতানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোসা. রহিমা জেসমিন, প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষক মোসা. মনজুয়ারা, নারী উদ্যোক্তা মোসা. ফাতেমা খানম রিনা প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মো. হারুন আল রশীদ।

সেলাই প্রশিক্ষণ কর্মসূচির প্রশিক্ষণার্থী প্রতিমা রানী বলেন, প্রায় আট বছর আগে আমার স্বামী মারা যায়। দুই সন্তান নিয়ে অনেক কষ্ট করে বোনের বাড়িতে বসবাস করছি। সেলাই মেশিন প্রশিক্ষণ পেয়ে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে আমাকে যে সেলাই মেশিন প্রদান করা হবে এই মেশিন দিয়ে কাপড় সেলাই এর কাজ করে আমার সংসারের অভাব অনটন দূর করার চেষ্টা করব। আমি বসুন্ধরা শুভ সংঘের কাছে চির ঋণী হয়ে থাকবো। 

বিধবা দীপা আগারওয়াল বলেন, স্বামী হারিয়ে তিন মেয়ে সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়েছি। সেলাই প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরির কাজ করে আমার সংসারকে স্বাবলম্বী করার চেষ্টা করব।  

অনুষ্ঠানের প্রধান অতিথি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম মন্ডল বলেন, অসহায় এসব নারীদের প্রশিক্ষণ দিয়ে বসুন্ধরা শুভসংঘকে সাধুবাদ জানাই। আশা করি প্রকৃত প্রশিক্ষণ পেয়ে এসব মহিলারা সেলাই-এর কাজ করে রোজগার করে সংসার জীবনে স্বাবলম্বী হয়ে উঠবেন। এলাকার দরিদ্র অসহায় নারীদেরকে প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার এ উদ্যোগ নারীদের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিডি-প্রতিদিন/তানিয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews