চলতি বছরে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে কোন একজন নির্দিষ্ট ব্যক্তিকে বেছে নেয়নি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী ‘টাইম’। বরং তথ্যপ্রযুক্তির উৎকর্ষের যুগে যারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এক নতুন জগত তৈরি করেছেন। সে স্থপতিদের বর্ষসেরা ব্যক্তিত্বের স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে টাইম।

টাইম সাময়িকী জানিয়েছে, ২০২৫ সাল ছিল এআইয়ের জন্য যুগান্তকারী একটি বছর। এই বছর এআই প্রযুক্তি অপ্রতিরোধ্যভাবে দৃশ্যপটে এসেছে। এতে আরও বলা হয়েছে, এআইয়ের স্থপতিরা এমন এক যুগ উপহার দিয়েছেন, যখন যন্ত্র মানুষের মতো চিন্তা করতে পারছে। এটি মানবজাতিকে যেমন বিস্মিত করছে, তেমনি উদ্বিগ্নও করছে। বর্তমানকে রূপান্তরের পাশাপাশি এটি সম্ভবের সব সীমাকে ছাড়িয়ে গেছে।

এ বছর দুটি কভার তৈরি করেছে টাইম। এতে একটি শিল্পকর্ম, যেখানে ‘এআই’ অক্ষরগুলোকে কেন্দ্র করে কর্মীদের দেখানো হয়েছে। আরেকটি পেইন্টিং যেখানে সরাসরি প্রযুক্তি নেতাদের চিত্রায়ণ করা হয়েছে।

টাইম-এর কভারে আটজন স্যুট পরিহিত ব্যক্তিকে একটি গার্ডারের ওপর বসে থাকতে দেখা যায়, পিছনে শহরের দৃশ্য। এই চিত্রটি বিখ্যাত নিউইয়র্ক ফটোগ্রাফ ‘লাঞ্চ অ্যাটপ অ্যা স্কাইস্ক্রেপার’ থেকে অনুপ্রাণিত। এখানে লোহার শ্রমিকদের পরিবর্তে প্রযুক্তি নেতাদের জায়গা হয়েছে।

টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেন, এর আগেও ব্যক্তির বাইরে বিভিন্ন গোষ্ঠী বা ধারণাকে বর্ষসেরা হিসেবে বেছে নিয়েছেন। যেমন ১৯৮৮ সালে বিপন্ন পৃথিবী বা ১৯৮২ সালে ব্যক্তিগত কম্পিউটার।

এবারের বর্ষসেরা ব্যক্তিত্বের দৌড়ে এআই স্থপতিদের পাশাপাশি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং এবং ওপেনএআইয়ের স্যাম অল্টম্যানের নামও আলোচনায় ছিল। এছাড়া পোপ লিও চতুর্দশ, গত বছর সেরা ব্যক্তিত্বের খেতাব পাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি।

বিডি প্রতিদিন/কামাল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews