সৌদি আরবের আল খোবার শহরে তিন সন্তানকে বাথটাবের পানিতে চুবিয়ে হত্যা করেছেন এক ভারতীয় নারী। এরপর তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। ওই নারীর নাম সাইদা হুমাইরা আমরিন। তিনি ভারতের হায়দরাবাদের বাসিন্দা।

স্থানীয় সময় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ওই নারী ভিজিট ভিসায় সৌদি আরবে ছিলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। 

নিহত শিশুরা হলো- সাত বছর বয়সী যমজ সাদেক আহমেদ ও আদেল আহমেদ এবং তাদের তিন বছর বয়সী ছোট ভাই ইউসুফ আহমেদ। কাজ শেষে বাসায় ফিরে তাদের বাবা মোহাম্মদ শাহনেওয়াজ সন্তানদের মৃত অবস্থায় পান। তিনি সঙ্গে সঙ্গে সৌদি কর্তৃপক্ষকে খবর দেন। পরে পুলিশ আমরিনকে আটক করে।

পরিবারের দাবি, আমরিন কিছুদিন ধরে মানসিক অস্থিরতা ও একাকীত্বে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বও এ ঘটনার পেছনে ভূমিকা রেখেছে। তবে ঠিক কী কারণে তিনি এ পদক্ষেপ নিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। সৌদি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সূত্র: এনডিটিভি

বিডি প্রতিদিন/একেএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews