আগামীতে দেশ গঠনের সব পরিকল্পনা করা আছে, বিএনপি ক্ষমতায় গেলে সরকার গঠনের দিন থেকেই কাজ শুরু বলে। এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে ৮ নম্বর শুলকবহর ও ৪২ নম্বর সাংগঠনিক ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
আমীর খসরু বলেন, 'জনগণ যদি ভোট দেয়, আমরা যদি ক্ষমতায় আসি, আগামী দিনের দেশ গঠনের সব পরিকল্পনা করা আছে। যেদিন থেকে সরকার গঠন হবে, সেদিন থেকেই কাজ শুরু হবে, ইনশাআল্লাহ। হাতে সময় নেই, জনগণের প্রত্যাশা অনেক।'
জাতি বিএনপির সঙ্গে আছে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বলেন, 'কোনো বিভেদ রাখা যাবে না, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটা শুধু আমাদের নয়, বাংলাদেশের বাঁচা-মরার সংগ্রাম। গণতন্ত্রের বাঁচা-মরার সংগ্রাম। আগামী দিনের দেশ গড়ার সংগ্রাম।'
তিনি আরো বলেন, আওয়ামী লীগ একদলীয় বাকশাল কায়েম করেছিল। বিএনপি কখনো গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত হয়নি। শহীদ জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। মানুষের ঘরে ঘরে গিয়ে শহীদ জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শের বার্তা পৌঁছে দিতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল, সদস্য মামুনুল ইসলাম হুমায়ুন, কামরুল ইসলাম, বিএনপি নেতা আশরাফ চৌধুরী, গোলাম কাদের চৌধুরীর নোবেল, মহানগর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ, শুলক বহর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক শামসুল আলম, ৪২ নম্বর ওয়ার্ড বিএনপি আহ্বায়ক শায়েস্তা উল্লা চৌধুরীসহ অন্যরা।
বিডি-প্রতিদিন/এমই