বোরো মৌসুমকে সামনে রেখে জৈবসারের সঠিক ব্যবহার এবং কৃষকদের করণীয় বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের সদরপুর গ্রাম সংলগ্ন আরপিডব্লিউএস কার্যালয়ে বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সদরপুর গ্রামের কৃষকরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ শান্তিগঞ্জ উপজেলা শাখার উপদেষ্টা নাজিম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপজেলা সভাপতি মো. নুরুল হক। সংগঠনের সদস্য মান্নার মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ ধান গবেষণা ইনস্টিটিউটের কার্যালয় প্রধান ডা. বদরুন্নেসা।

বিশেষ অতিথির বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক সামিউল কবির, সদস্য আতিকুর রহমান রুয়েব, আবিদ উদ্দিন, ফয়জুল ইসলাম, শফিকুল ইসলাম, খালেদ হাসান, আবু খালেদ, উসমানসহ আরও অনেকে। এছাড়া কৃষক প্রতিনিধি আব্দুল মালিক, আমির উদ্দিন, সবুজ মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘দেশে রাসায়নিক সারের ব্যবহার দিনদিন বেড়ে যাওয়ায় মাটির জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। অতিরিক্ত রাসায়নিক সার প্রয়োগের ফলে হাওরাঞ্চলের দেশীয় মাছ, শাকসবজি ও প্রাকৃতিক উদ্ভিদের সংখ্যা কমে যাচ্ছে।’

তারা আরও বলেন, ‘জৈবসার প্রাকৃতিকভাবে তৈরি হওয়ায় এটি সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং জমির উর্বরতা বাড়ায়। জীববৈচিত্র্য রক্ষা এবং দীর্ঘমেয়াদে কৃষকের উৎপাদন খরচ কমাতে জৈবসারের ব্যবহার বাড়ানোর ওপর তারা জোর দেন।’

বক্তারা সবাইকে আহ্বান জানান, ‘অধিক রাসায়নিক সার নয়; আসুন জৈবসার ব্যবহার করি, মাটি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করি।’

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews