গাজীপুরে পুলিশের ভয়ে তুরাগ নদীতে ঝাঁপ দেয়ার প্রায় সাড়ে ২৪ ঘণ্টা পর এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর কড্ডা বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।
ব্যবসায়ী আমজাদ হোসেন (৩০) গাজীপুর মহানগরীর বাসন থানাধীন কড্ডা (কাঁঠালিয়াপাড়া) এলাকার ইদ্রিস আলীর ছেলে। তিনি বাইমাইল এলাকায় তার বাবার ইট-বালু ব্যবসা পরিচালনা করতেন।
কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে জানান, গাজীপুর মহানগরীর কড্ডার বাইমাইল ব্রিজ এলাকায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স ইদ্রীস এন্টারপ্রাইজ নামের ইট, বালু ও খোয়ার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ইদ্রিস আলীর। তার ছেলে আমজাদ হোসেন ওই ব্যবসা পরিচালনা করতেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ডিবি পুলিশের একটি মাইক্রোবাস ওই এলাকা অতিক্রমের সময় চালক টয়লেট করার জন্য গাড়িটিকে মহাসড়কের পাশে দাঁড় করান। এতে পুলিশ দেখে ভয় পেয়ে আমজাদ হোসেন পার্শ্ববর্তী তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হন। স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
আমজাদ হোসেনের স্বজনদের অভিযোগ, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কড্ডা এলাকায় বাবার ইট-বালু ব্যবসা প্রতিষ্ঠানে বসে ছিলেন আমজাদ হোসেন। এসময় সাদা পোশাকে ৮-১০ জন লোক একটি মাইক্রোবাসে এসে নিজেদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয় দিয়ে চারপাশ থেকে ওই ব্যবসাপ্রতিষ্ঠান ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আমজাদ হোসেনকে আটক করার চেষ্টা করলে তিনি ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ব্যাক্তিরা ধরার জন্য তাকে পেছন থেকে ধাওয়া করলে সে তুরাগ নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন। পরে ওই ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করে। তারা চলে গেলে স্বজনরা এলাকাবাসীদের নিয়ে রাতভর নদীতে খোঁজাখুঁজি করেও আমজাদ হোসেনের সন্ধান পায়নি।
তার বাবা ইদ্রিস আলী বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতির সাথে জড়িত ছিল না। তার নামে কোনো মামলাও নেই। অথচ গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে ধরার জন্য গদি ঘেরাও করে। এতে আতঙ্কিত হয়ে সে পুলিশের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে নদীতে ঝাঁপ দেয়।’
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: শাহীন জানান, খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নদীতে তল্লাশি শুরু করে। দিনভর অভিযানের পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে নিখোঁজ ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়।