ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় গণদোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে হালুয়াঘাট সরকারি শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই গণদোয়া অনুষ্ঠিত হয়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের আহ্বানে এতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের মনোনীত বিভিন্ন প্রার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী, দল-মত নির্বিশেষে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, আলেম ওলামা, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র-যুবক, কৃষক-শ্রমিকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় দোয়া করা হয়। 

অনুষ্ঠানে বিএনপি প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমান মুক্তা, এনসিপির প্রার্থী আবু রায়হান, বাসদের প্রার্থী আব্দুর রজ্জাক, খেলাফত মজলিসের প্রার্থী মওলানা তাজুল ইসলাম, হালুয়াঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোয়াজ্জেম হোসেন মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, জমিয়া মাঝিয়াইল মাদ্রাসার মুহতামিম নূর হোসাইন, হালুয়াঘাট উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের পক্ষে শহীদ বিজয় ফরাজীর পিতা সায়েদুল ফরাজী বক্তব্য রাখেন। 

দোয়া পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সদস্য সচিব মওলানা জোবায়ের আহমেদ। 

এ সময় এমরান সালেহ প্রিন্স বলেন, তিনি শুধু রাজনৈতিক নেত্রী নন, তিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, একজন মহিয়সী নারী। দীর্ঘ পথ পরিক্রমায় বেগম জিয়া আজ অনন্য উচ্চতায় আসীন হয়েছেন। দেশ ও জাতির জন্য বেগম খালেদা জিয়াকে আজ অত্যন্ত প্রয়োজন। 

বিডি-প্রতিদিন/বাজিত



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews