ছাত্র ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে লক্ষ্মীপুরের রামগতিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার রামগতি বাজারস্থ বাণী-ভবানী কামেশ্বরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়দের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মাদককে ‘না’ বলার অঙ্গীকার ব্যক্ত করেন।

বসুন্ধরা শুভসংঘ রামগতি উপজেলা শাখার সভাপতি সারোয়ার মিরনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আতাউর রহমান, হাসান মাহমুদ, মন্টু চন্দ্র দে, ইশতিয়াক উদ্দিন মেহেরাজ।

এছাড়া উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবু ছাঈদ,সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের উদ্দিন, নারী বিষয়ক সম্পাদক তামান্না বেগম,ইভেন্ট সম্পাদক শুভ সাহা,কর্ম ও পরিকল্পনা সম্পাদক আশিকুর রহমান জিপু,প্রচার সম্পাদক মিরাজ উদ্দিন কালাম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল বাছিত,স্বাস্থ্য ও মানবসম্পদ সম্পাদক লামইয়ামিন শ্রাবণ,ক্রীড়া সম্পাদক ফারহানা বেগম,তথ্য ও প্রযুক্তি সম্পাদক শাকিল উদ্দিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মো. রিয়াজ,শিক্ষা ও পাঠচক্র সম্পাদক রাহিমা আক্তার,দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মো. ফারুক, সমাজকল্যাণ সম্পাদক মো. আকবর হোসেন, কার্যকরী সদস্য অলি আহমদ, লাইলী আক্তার, সুমাইয়া আক্তার।

সমাবেশে বক্তারা বলেন, ‘বিশ্বের উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই অগ্রগতিকে আরও এগিয়ে নিতে ছাত্র ও যুবসমাজের মেধা ও শক্তিকে কাজে লাগাতে হবে। এজন্য মাদকমুক্ত সমাজ গঠন অপরিহার্য। বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখায় মনোনিবেশ, নিজেরা মাদকমুক্ত থাকা ও অন্যদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতা বাড়ানোর আহ্বান জানাই।’ 

তারা আরও বলেন, ‘মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি শিক্ষকদের তদারকি এবং অভিভাবকদের কঠোর নজরদারি অত্যন্ত জরুরি। ছাত্র-যুবসমাজ যদি মাদকমুক্ত থাকে, তবে তারা দেশের বড় সম্পদে পরিণত হবে এবং জাতীয় উন্নয়ন হবে টেকসই।’

সমাবেশের শেষে শিক্ষার্থীরা মাদককে না বলার শপথ গ্রহণ করেন।

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews