গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে সদর উপজেলার চর শুকতাইল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আনিচুর রহমান জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার রাতে গ্রামের বাবুল মোল্লার লোক হিসেবে পরিচিত দুজনকে মারধর করে পারভেজ মোল্লার লোকজন। এ ঘটনার জেরে শুক্রবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৬ জন ইয়ারগানের গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর আহত ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনিচুর রহমান আরও জানান, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত মেডিক্যাল কর্মকর্তা ডা. আসাদুজ্জামান হাওলাদার বলেন, সকালে ১০ জনের চিকিৎসা দিয়েছি। এর মধ্যে কয়েকজনের শরীর থেকে এয়ারগানের গুলি বের করা হয়েছে।

বিডি-প্রতিদিন/এমই



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews