বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার উদ্যোগে আইইউবিএটি ক্যাম্পাসের পিছনে অবস্থিত বিজয়নগর পল্লীতে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বিনামূল্যের মেডিক্যাল ক্যাম্প। মানবিক এই আয়োজনে মোট ২২০ জন মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন, যার মধ্যে ৯০ জন নারী এবং ৭০ জন শিশু ছিলেন।
চিকিৎসা ব্যয় বৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়ে পল্লীবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। সকাল থেকেই বিভিন্ন বয়সী মানুষ ক্যাম্পে ভিড় করতে থাকেন।
দিনব্যাপী মেডিক্যাল ক্যাম্পে আগতদের জন্য ছিল বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যসেবা। এর মধ্যে উল্লেখযোগ্য রক্তচাপ পরীক্ষা, ব্লাড গ্রুপিং, গ্লুকোজ লেভেল পরীক্ষা, অক্সিজেন লেভেল পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ,স্যালাইন প্রদান, নারীদের জন্য বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন প্রদান।
ক্যাম্প সফল করতে সহযোগিতা করেন প্রাইভেট মেডিকেল এণ্ড ডেন্টাল এসোসিয়েশন অব বরিশাল ; এবং ইস্ট ওয়েস্ট মেডিকেল হসপিটাল এর বিশেষজ্ঞ চিকিৎসক দল।
বসুন্ধরা শুভসংঘ আইইউবিএটি শাখার উপদেষ্টা মো. ফরহাদ হোসেন বলেন,‘শুভসংঘের তরুণরা সমাজের জন্য যে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। এটি সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়।’
প্রশাসনিক মেন্টর মাহতাব হোসাইন নাইম বলেন,‘শিক্ষার্থীরা মানবিক কার্যক্রমে যুক্ত হলে সমাজ সমৃদ্ধ হয়। আজকের ক্যাম্পে তাদের নিষ্ঠা সত্যিই অনুকরণীয়।’
সংগঠনের সভাপতি দীপ্ত পাল বলেন,‘মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের কাজের সফলতা। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন সেবামূলক আয়োজন করবো।’
সাধারণ সম্পাদক নাফিজ হাসান জানান, শুভসংঘ শুধু একটি সংগঠন নয়; এটি তরুণদের সামাজিক জাগরণের প্ল্যাটফর্ম। ধারাবাহিক মানবিক কাজের মাধ্যমেই আমরা সমাজে পরিবর্তন আনতে চাই।
অনুষ্ঠানের পরিচালক ও সহ-সমাজকল্যাণ সম্পাদক দ্বীপ সাহা পুরো ক্যাম্প পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
যারা অক্লান্ত পরিশ্রম করে ক্যাম্পটি সফল করেছেন তারা হলেন- শায়খ আহমেদ আলিফ, ইসাহক হোসেন, আয়শা আরাধি, আতাউর রহমান ওয়াফি, তানভির রায়হান, জাহারা কবির, আলিমা তাজ বৃষ্টি, মাইশা রহমান রোজা, নাজিফা হৃদি, মাসুম মিম, তাহমিদ হাসান তাজ, হাসিন ইসরাক নদি, মাইমুনা ইসলাম হেমা, তাবাসসুম তানজিম, জান্নাতি ফেরদৌস জয়া, মো. মাহমুদ রিয়াদ, শাহরিয়ার হাসান, রোকসানা পারভিন মুন্নি, সেয়াম হোসেন, মরিয়ম আক্তার রাত্রি, রাতুল, আবির হাসান তাজদার, আরফা ইসলাম, ঐশী মালাকার মন্টি, সাদিয়া আফরিন দিয়া, রিফাত হোসেন, সঞ্জিদা ইসলাম নাবিলা, জানিফা ইসলাম ও মো. ইয়াসির আরাফাত।
এসম উপস্থিত অনেকে নিয়মিতভাবে এমন স্বাস্থ্যসেবা কার্যক্রমের আয়োজনের অনুরোধ জানান। স্থানীয় একজন নারী বলেন, ‘আমার সন্তানের পরীক্ষা করাতে অনেক দূরে যেতে হয়। আজ এখানে বিনামূল্যে সেবা পেয়ে আমরা খুবই উপকৃত হয়েছি।’
আয়োজকদের তথ্য অনুযায়ী, সামনে আরও কিছু সামাজিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এর মধ্যে বড় আকারের মেডিক্যাল ক্যাম্প,রক্তদান কর্মসূচি,নারীদের স্বাস্থ্য সচেতনতা সেমিনার,স্থানীয় উন্নয়নভিত্তিক প্রকল্প। তারা বিশ্বাস করেন,মানবিকতার চর্চাই সমাজকে এগিয়ে নেয়।
বিডি-প্রতিদিন/আশফাক