ঢালিউড অভিনেত্রী পলি বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন। নব্বই দশকের ব্যস্ততম এ অভিনেত্রী হঠাৎ করেই চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে সংসার করে যাচ্ছেন তিনি। তবে সিনেমায় ব্যস্ততা না থাকলেও আগামী বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের ২০২৬-২৭ সালের নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী।

যদিও পলি অভিনয় থেকে দূরে থাকলেও চলচ্চিত্রাঙ্গনের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িত আছেন। ২০২৬-২৭ সালের বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী পলি। অভিনেত্রী বলেন, সম্মানিত ফিল্ম ক্লাব সদস্যবৃন্দ, আসন্ন ফিল্ম ক্লাব নির্বাচনে সদস্যপদে প্রার্থী হয়েছি। আপনাদের সক্রিয় সমর্থন ও একটি ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার অনুরোধ জানাই। তিনি বলেন, আপনাদের ভালোবাসা, দোয়া ও একটি মূল্যবান ভোটই আমার এগিয়ে চলার শক্তি।

উল্লেখ্য, পলি মোহাম্মদ হোসেনের ‘ফায়ার’ সিনেমায় প্রয়াত তারকা নায়ক মান্নার নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষিক্ত হন। সেই সিনেমার মাধ্যমেই আলোচিত হন তিনি। এরপর ১১৩টি সিনেমায় অভিনয় করেন পলি। মান্না, রুবেল, অমিত হাসান, শাকিব খানসহ সেই সময়ের প্রায় সব নায়কের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন পলি। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমা হচ্ছে— ‘যুদ্ধে যাব’, ‘ক্ষত বিক্ষত’, ‘মানিক বাদশা’, ‘এলাকার ত্রাস’, ‘কঠিন পুরুষ’, ‘জঙ্গল’, ‘দুর্ধর্ষ’, ‘অশান্ত বাদশা’, ‘রাস্তা’, ‘জাল’, ‘বাংলার বাঘ’ ইত্যাদি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews