ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বদলে যেতে পারে আপনার বেডরুমের সাজও। শীতের সময় ঘর যত উষ্ণ, নরম আর আরামদায়ক থাকবে, দিনগুলো ততই স্বস্তিকর হবে । এ সময়ে অনেকেই ‘উইন্টার ব্লুজে ভোগেন। মন খারাপ, অলসতা, অনাগ্রহ সব মিলিয়ে দিনের রং ফিকে হয়ে যায়।

তাই মনকে চাঙ্গা রাখতে শোবার ঘরটিকে সাজানো-গোছানো, রঙিন এবং আরামদায়ক রাখা দরকার। যা সুন্দর পরিবেশ মানসিক প্রশান্তি আনে, আর শীতের সকাল-বিকেল আরও উপভোগ্য হয়ে ওঠে।

১. সুগন্ধি মোমবাতি
ঘরকে উষ্ণ আর নরম আলোয় ভরিয়ে তুলতে সুগন্ধি মোমবাতির জুড়ি নেই। শীতের সন্ধ্যায় এগুলো ঘরে শুধু হালকা উষ্ণতাই আনে না, ছড়িয়ে দেয় মন ভালো করা সুবাসও। বেডরুম, লিভিং রুম কিংবা ডিনার টেবিল-সব জায়গাতেই সুগন্ধি মোমবাতি অনায়াসেই মানিয়ে যায়। চাইলে এগুলো দিয়ে ঘরে ক্যান্ডেল-লাইট ডিনারের রোমান্টিক পরিবেশও তৈরি করতে পারেন।

২. তাজা ফুলের তোড়া
শীতের মৌসুমে রংবেরঙের তাজা ফুল অনায়াসেই পাওয়া যায়, আর এসব ফুল শোবার ঘরের পরিবেশকে মুহূর্তেই বদলে দিতে পারে। টাটকা ফুল রাখলে ঘর শুধু সুন্দরই দেখায় না, মনেও আসে এক ধরনের সতেজতা ও প্রশান্তি। ছোট বা বড়-যেকোনো ফুলদানিতে নিজের পছন্দের ফুলের তোড়া সাজাতে পারেন। গোলাপ, গাঁদা, জারবেরা বা লিলি-সবই মানিয়ে যায়। ঘরে এমন ফুলের উপস্থিতি মন ভালো রাখার অন্যতম সহজ উপায়।

৩. কম্বল ও কমফোর্টার গুছিয়ে রাখা
শীতের দিনে লেপ-কম্বল তো প্রয়োজনীয়, তবে এগুলো দিয়েই শোবার ঘর সাজানো যায় সুন্দরভাবে। ঘরের এক কোণে এলোমেলোভাবে কম্বল ফেলে রাখার পরিবর্তে বড় একটি বেতের ঝুড়িতে গুছিয়ে রাখতে পারেন। যা দেখতেও সুন্দর, ব্যবহারেও সুবিধা। চাইলে বিছানার এক পাশে আধাভাঁজ লেপ বিছিয়ে রাখুন, এতে ঘর আরও আরামদায়ক ও নান্দনিক দেখাবে। সোফার একদিকে কমফোর্টার ছড়িয়ে রাখলেও তৈরি হবে উষ্ণ আর স্টাইলিশ লুক।

আরামদায়ক শীত কাটাতে বেডরুম সাজান নতুনভাবে

৪. কার্পেট দিয়ে সাজানো
মার্বেল বা টাইলসের মেঝে শীতে বরফের মতো ঠান্ডা হয়ে যায়, হাঁটতেও অস্বস্তি হয়। এই সমস্যা থেকে মুক্তি পেতে এবং ঘরের সৌন্দর্য বাড়াতে ব্যবহার করতে পারেন রাগ বা কার্পেট। রঙিন বা নরম টেক্সচারের কার্পেট ঘরে উষ্ণতা এনে দেয়, পাশাপাশি শোবার ঘরের লুকও বদলে যায় মুহূর্তে। চাইলে বিছানার পাশ, ঘরের মাঝখান বা ড্রেসিং টেবিলের সামনে একটি আকর্ষণীয় রাগ বিছিয়ে রাখতে পারেন-দেখতেও সুন্দর, ব্যবহারেও আরামদায়ক।

৫. কফি কর্নার
ঘরের এক কোণে বইয়ের তাক এবং কফি কর্নার তৈরি করতে পারেন। দু্ইতাকের ছোট ক্যাবিনেট রাখতে পারেন। ক্যাবিনেটের মধ্যে বইগুলো সাজিয়ে রাখুন। আর ক্যাবিনেটের উপর কফি মগ, কফি, ইলেকট্রিক কেটলি ইত্যাদি রাখতে পারেন।

আরামদায়ক শীত কাটাতে বেডরুম সাজান নতুনভাবে

সূত্র: অ্যাপার্টমেন্ট থেরাপি, হাউজ অ্যান্ড গার্ডেন, টাইমস নাউ

আরও পড়ুন
ঘর পরিপাটি রাখার ১৫ মিনিট রুটিন
বাথরুমে ভেজা তোয়ালে ঝুলানোতে রয়েছে স্বাস্থ্যঝুঁকি

এসএকেওয়াই/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews