গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান। শুক্রবার কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার জন্য আন্তর্জাতিক পক্ষকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান। এসময় গাজার পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি। একইসাথে ফিলিস্তিনিদেরকে শান্তি চুক্তির প্রতিটি স্তরে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন।
এরদোগান বলেন, ফিলিস্তিনি শান্তিচুক্তির চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিৎ দুই রাষ্ট্রভিত্তিক সমাধান।
সূত্র : আল জাজিরা