জাপানের একটি বায়োটেক প্রতিষ্ঠান আইপিএস কোষ (induced pluripotent stem) ব্যবহার করে হৃদপিণ্ডের কোষ তৈরির থেরাপির অনুমোদনের জন্য সরকারের কাছে আবেদন করেছে। এটি জাপানে প্রথমবারের মতো আইপিএস কোষভিত্তিক পুনরায় কোষ উৎপাদনের কোনো চিকিৎসা পণ্যের অনুমোদন চেয়ে করা আবেদন।

জাপানি সংবাদমাধ্যম জিজি প্রেসের প্রতিবেদনে বলা হয়, কুয়োরিপস ইনক. নামের প্রতিষ্ঠানটি সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই আবেদন জমা দেয়।

এই থেরাপিটি তৈরি করা হয়েছে ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কুয়োরিপসের প্রযুক্তি প্রধান ইয়োশিকি সাওয়ার নেতৃত্বে। এতে দাতার শরীর থেকে সংগ্রহ করা আইপিএস কোষ দিয়ে ৪-৫ সেন্টিমিটার চওড়া ও মাত্র ০.১ মিলিমিটার পাতলা হৃদপিণ্ড কোষের পাত (cell sheet) তৈরি করে তা রোগীর হৃদপিণ্ডে প্রতিস্থাপন করা হয়।

প্রথমবার ২০২০ সালের জানুয়ারিতে একজন ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি রোগীর ওপর এই প্রযুক্তি প্রতিস্থাপন করা হয়। এই রোগে হৃদপিণ্ডে রক্তপ্রবাহ কমে গিয়ে কোষের মৃত্যু ঘটে এবং ক্রমাগত হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ে।

২০২৩ সালের মার্চ পর্যন্ত অধ্যাপক সাওয়ার নেতৃত্বে আটজন রোগীর শরীরে এই চিকিৎসা প্রয়োগ করা হয় এবং এতে নিরাপদ ও উপসর্গে উন্নতির লক্ষণ পাওয়া গেছে বলে জানা গেছে।

এই আবেদনের বিষয়ে অধ্যাপক সাওয়া বলেন, এই আবেদন আমাদের জন্য এক বিশাল অগ্রগতি। আমরা বিশ্বজুড়ে মানুষের জীবন রক্ষায় কাজ চালিয়ে যাব।

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews