ফোনে ডেকে নিয়ে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে তাসকিন আহমেদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন সিফাতুর রহমান সৌরভ নামে এক ব্যক্তি, যিনি তার ছোট বেলার বন্ধু বলে জানা গেছে। তবে ঘটনাকে ‘গুজব’ বলে দাবি করেছেন জাতীয় ক্রিকেট দলের এই তারকা পেসার। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন তিনি। বলেছেন, ‘এটা মিথ্যা কথা। আমি কাউকে মারিনি। যারা আমার নামে থানায় অভিযোগ করেছে, তারা এখন উল্টো আমাকে স্যরি বলছে।’ এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন বলেন, ‘তাসকিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’


গতপরশু গভীর রাতের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাসকিন বলেন, ‘আমি পারিবারিক কাজে ব্যস্ত ছিলাম। আমাকে বিব্রত করার চেষ্টা করা হচ্ছে। কাল (পরশু) সন্ধ্যায় আমার এক বন্ধু রসির সঙ্গে আমাদেরই আরেক বন্ধু সৌরভের হাতাহাতি হয়। ঘটনা শুনে আমি মোহাম্মদপুর থানার ওসিকে অনুরোধ করি বিষয়টি দেখতে। পরে ওসি সাহেব ঘটনার তদন্তে নামলে সৌরভরা ক্ষিপ্ত হয়ে আমার নামে কাল (গতপরশু) অনেক রাতে মিরপুর মডেল থানায় ডায়েরি করে।’ তাসকিনের দাবি, তার বিরুদ্ধে অভিযোগ করে এখন উল্টো বিব্রত অভিযোগকারীরা, ‘ওদের সবার সঙ্গে আমার ছোটবেলার সম্পর্ক। আমি সৌরভকে জিজ্ঞেস করেছি, তুই এটা কেন করলি? আমার নামে অভিযোগ কেন দিলি? আমি তো সেখানে ছিলামই না! সে বলেছে, সে নাকি এটা ইমোশনালি করে ফেলেছে। সৌরভ আমার কাছে দুঃখ প্রকাশ করেছে, অভিযোগও প্রত্যাহার করেছে।’


এরই মধ্যে খোঁজ নিয়ে জানা গেছে, অভিযোগকারী সৌরভ গতকালই মৌখিকভাবে মিরপুর মডেল থানাকে জানিয়েছেন, তিনি অভিযোগ প্রত্যাহার করতে চান। তবে থানা থেকে তাঁকে জানানো হয়, যেহেতু তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন, তাঁকে অভিযোগ প্রত্যাহারও করতে হবে লিখিতভাবে। থানায় সশরীরে গিয়ে তাঁকে তা করতে বলা হয়েছে। তবে তার আগেই যা হয়েছে সেটিকে নিজের জন্য অস্বস্তিকর এবং মর্যাদাহানির বলে মনে করেন তাসকিন, ‘বিষয়টা নিয়ে আজ (গতকাল) সকাল থেকে অনেক কিছু হচ্ছে, আমি টায়ার্ড। এটা এখানেই শেষ হয়ে যাওয়া উচিত। তবে পুলিশ চাইলে তদন্ত করে দেখতে পারে আমি আসলেই এ রকম কিছু করেছি কিনা।’ ছড়িয়ে পড়া ঘটনাটিকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তাসকিন সামাজিকমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘আশা করি সত্যের সঙ্গেই থাকবেন, সত্য কখনো মিথ্যা হয় না।’


পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে আপাতত খেলার বাইরে আছেন তাসকিন। ৩০ বছর বয়সী এই পেসার সবশেষ দেশের হয়ে মাঠে নামেন গত ২৪ জুলাই। তাসকিন বিসিবির একমাত্র এ+ ক্যাটাগরির ক্রিকেটার। চলতি চুক্তিতে সবচেয়ে বেশি বেতন পান তিনি। এ ব্যাপারে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন বিস্তারিত জেনে শৃঙ্খলাভঙ্গের বিষয় থাকলে তা খতিয়ে দেখবেন তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews