যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ককে হত্যায় জড়িত সন্দেহে এক তরুণকে আটকের কথা স্থানীয় সময় গতকাল শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ। গত বুধবার ওরেম শহরের ইউটাহ ভ্যালি ইউনিভার্সিটিতে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় কার্ককে গুলি করে হত্যা করা হয়।
এক সংবাদ সম্মেলনে ইউটাহ অঙ্গরাজ্যের গভর্নর স্পেনসার কক্স বলেছেন, ২২ বছর বয়সী টাইলার রবিনসনকে তাঁর বাবা ও এক বন্ধুর সহায়তায় গত বৃহস্পতিবার রাতে নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।
রবিনসনকে ওয়াশিংটন কাউন্টি থেকে আটক করা হয়। সেখানে তিনি পরিবারের সঙ্গে থাকতেন। এলাকাটি ওরেম শহরের ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং বিখ্যাত জায়ন ন্যাশনাল পার্কের কাছে।