গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বরিশালের গৌরনদীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মঞ্জু বেপারী (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব কাসেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মঞ্জু বেপারী পূর্ব কাসেমাবাদ গ্রামের মৃত আব্দুর রশিদ বেপারীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে যাত্রী নামিয়ে ভ্যান চালিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির অদূরে মৃত ইয়াসিন খানের বাড়ি সংলগ্ন একটি নির্জন এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত মঞ্জু বেপারীর গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয় এবং এ সময় তার কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

মঞ্জু বেপারীর চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা জানান, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

গৌরনদী উপজেলা হাসপাতালের চিকিৎসক ডা: টিপু সুলতান জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত ছিল, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের প্রস্তুতি নেয়া হচ্ছে এবং ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews