ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আপনারা অনেক শাসন দেখেছেন। এবার ইসলামকে সুযোগ দিন। আমরা একটি সুখী, সমৃদ্ধিশালী ইসলামি কল্যাণ রাষ্ট্র উপহার দেব ইনশা আল্লাহ। ইসলামপন্থিরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি থাকবে না, অবিচার থাকবে না, খুনাখুনি থাকবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না।’
গতকাল জুলাই সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে অনুষ্ঠিত আট দলের বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যর শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জামায়াত নেতা আবদুল্লাহ মুহাম্মাদ তাহেরের সুস্থতা কামনা করেন চরমোনাই পীর। সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আট দলের শীর্ষ নেতাসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।
চরমোনাই পীর আরও বলেন, ‘যারা বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার পাঁয়তারা করছে, তাদের জায়গা বাংলাদেশে হবে না। আমরা এ দেশকে মুক্ত করার জন্য রাজপথে আন্দোলন করে ফ্যাসিবাদ মুক্ত করেছি। কিন্তু চাঁদাবাজি দেখার জন্য রাস্তায় নামিনি, মানুষ খুন হবে এটা দেখার জন্য রাস্তায় নামায়নি।’ দেশ নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে জানিয়ে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দিত হবে। আর যারা ক্ষমতায় গিয়ে দেশের টাকা বিদেশে পাচার করেছে, তাদের এ দেশে আর সুযোগ দেওয়া হবে না’।
চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্টেশন দখলের সঙ্গে যারা জড়িত তাদের স্পষ্ট ভাষায় বলছি-আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন আপনারা পরিবর্তন হোন।’ তিনি হাসিনার সমালোচনা করে বলেন, হাসিনাও বলেছিলেন- ‘শেখ হাসিনা পালায় না’। কিন্তু তিনি রান্না করা খাবার খেয়ে যেতে পারেননি। সুতরাং দেশের সবার শিক্ষা নিতে হবে। নয়তো এমন পরিণতির জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।