প্রায় তিন যুগের পুরোনো আধপোড়া হারমোনিয়ামটি মেঝেতে পড়ে আছে। পুরো কক্ষে ধ্বংসস্তূপের চিহ্ন এখনো তাজা। পোড়া দেয়ালে লেগে আছে ছাই। পুড়ে ছাই হয়ে গেছে গিটার, তবলা, ঢোল, খোল, একতারাসহ অনেক বাদ্যযন্ত্র। পুড়েছে সব দলিল–দস্তাবেজ, স্মারক, চেয়ার–টেবিল ও অন্যান্য জিনিস। এমন দৃশ্য দেখা গেল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় কার্যালয়ে।
মঙ্গলবার উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগুনে পোড়ানো ধ্বংসস্তূপের প্রদর্শনী করেছে সংগঠনটি। গত ১৯ ডিসেম্বর ওই কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। তাতে পুড়ে যাওয়া সরঞ্জামের মধ্যে রয়েছে বিগত ৫৭ বছরে জমানো সব স্মৃতি। বিভিন্ন নথিপত্র, বিখ্যাত শিল্পীদের স্মৃতিবিজড়িত নানা বাদ্যযন্ত্র। রয়েছে প্রতিষ্ঠালগ্ন থেকে উদীচীর সব অর্জন ও স্মারক।
কার্যালয়ে হামলার পর উদীচীর শিল্পীদের অবস্থা কেমন হয়েছে, সেই চিত্র তুলে ধরার জন্য ধ্বংসস্তূপের এই প্রদর্শনীতে একটি রক্তাক্ত পাখির অবয়ব রাখা হয়। এই পাখির ডানা কাটার চেষ্টা করা হয়েছে। উড়ে বেড়ানোর স্বাধীন সত্তাকে হননের চেষ্টা করা হয়েছে।