বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলছেন, আমরা সংস্কারের পক্ষে। আমরা গণভোটে হ্যাঁ ভোট দেবো, এটাই আমাদের সিদ্ধান্ত।
তিনি অভিযোগ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড নষ্টের পাঁয়তারা চলছে। এ ব্যাপারে নির্বাচনকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) আগারগাঁও নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিএনপি গণভোটে হ্যাঁ-না কোনটির পক্ষে এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘সংস্কার কথা বলা হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরাই সংস্কারের দাবি সবার আগে করেছি। আমাদেরই প্রস্তাব অনুযায়ী সবাই সংস্কারের বিষয়ে আলোচনায় এসেছে এবং কমিটি হয়েছে এবং সেখানে আমরা অংশ নিয়েছি। আমরা কন্ট্রিবিউট করেছি এবং বহু বিষয়ে আমরা একমত হয়েছি। যেসব বিষয়ে একমত হতে পারি নাই সেগুলো আমরা নোট অব ডিসেন্ট দিয়েছি। আমরা সংস্কারের বিপক্ষে নই, সংস্কারের পক্ষে। অতএব আমরা হ্যাঁ ভোট দেবো, এটা এটাই আমাদের সিদ্ধান্ত।’
বৈঠকে বিএনপি প্রতিনিধিদল কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে। এর মধ্যে অন্যতম ছিল প্রার্থীদের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতা। নজরুল ইসলাম খান বলেন, সংবিধান অনুযায়ী কেউ অন্য দেশের নাগরিকত্ব পরিত্যাগ করলে নির্বাচনে অংশগ্রহণে তার কোনো বাধা থাকার কথা নয়। অথচ কিছু ক্ষেত্রে রিটার্নিং অফিসাররা প্রার্থিতা বাতিল করছেন এবং আপিলেও তা বহাল থাকছে।
তিনি মনে করেন, সংবিধানের বাইরে গিয়ে অতিরিক্ত ব্যাখ্যা দিয়ে কাউকে নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত করা অন্যায় হবে। বিশেষ করে যারা গত ১৫-১৬ বছরের দুঃশাসনে বাধ্য হয়ে বিদেশে ছিলেন এবং নাগরিকত্ব নিতে হয়েছিল, তারা নাগরিকত্ব পরিত্যাগ করে দেশে ফিরে এসেছেন—তাদের অংশগ্রহণে বাধা সৃষ্টি হলে তা সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।