চট্টগ্রাম নগরের সাগরিকা এলাকায় মালবাহী একটি ট্রেনের ইঞ্জিনের সাথে সংঘর্ষ হয়েছে ট্রাকের। এতে দুমড়ে-মুচড়ে গেছে ট্রাক, লাইনচ্যুত হয়েছে ট্রেন। ইঞ্জিনে থাকা ট্রেনের দুই কর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে সাগরিকা স্টেডিয়াম রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে,, চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী একটি ট্রেন ঢাকার উদ্দেশে রওনা দেয়। সাগরিকার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের পাশ দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক সিগন্যাল না মেনে রেললাইনে ঢুকে পড়ে। সেটি সরাসরি ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ইঞ্জিন উল্টে যায়।

রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান জানান, গেট থাকলেও ঘটনাস্থলে গেটম্যান গেট ফেলেননি। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, লাইনটি শুধু মালবাহী ট্রেন ও কনটেইনার পরিবহনের জন্য ব্যবহার হয়। এতে যাত্রীবাহী কোনো ট্রেন চলাচলে সমস্যা হচ্ছে না।

দুর্ঘটনা-কবলিত ট্রেনের ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে বলেও জানান তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews