বাগেরহাট: বাগেরহাটে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল ও গনহত্যার বিচারের দাবিতে গন সমাবেশ উপলক্ষ্যে গনমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা করেছে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে এই সভা হয়।



দলটির নেতারা জানান, শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট রেল রোড চত্বরে রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল, গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গন সমাবেশ অনুষ্ঠিত হবে।







সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। এছাড়া বক্তারা পিআর পদ্ধতি ও চারটি আসন বহাল রাখার বিষয়ে নানা যুক্তি তুলে ধরেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, শনিবারের সমাবেশ উপলক্ষ্যে আমরা সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। সবকিছু সুষ্ঠুভাবেই হবে। এছাড়া সমাবেশে আমরা রাষ্ট্র সংস্কার, পিআর পদ্ধতিতে নির্বাচন, চারটি আসন পুনর্বহাল ও গণহত্যার বিচারের দাবিতে আরও বেশি জনমত ঘটনের চেষ্টা করা হবে।

এদিকে বাগেরহাটে চারটি আসন রক্ষার স্বার্থে উচ্চ আদালতে রিট করার ঘোষণা দেন মতবিনিময় সভায় উপস্থিত ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি শেখ আতিয়ার রহমান।

তিনি বলেন, চারটি আসন বাগেরহাটবাসীর অধিকার। আর অধিকার রক্ষার জন্য উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। বাগেরহাটবাসীর পক্ষে আমি খুব শীঘ্রই বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে রিট করব।

এমআরএম





Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews