একসময় যখন বেসরকারি ব্যাংকের এত বাড়বাড়ন্ত ছিল না, তখন মানুষের ভরসা ছিল মূলত রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। এখন সেই বাস্তবতা নেই। বেসরকারি খাতে অনেক ব্যাংক চলে এসেছে। তাদের মধ্যে অনেক ব্যাংক এখন গ্রামেও চলে গেছে। তারপরও সোনালীসহ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ওপর মধ্যবিত্তের নির্ভরতা এখনো আছে।
বর্তমানে সোনালী ব্যাংকের মোট ১৫ ধরনের সঞ্চয় প্রকল্প আছে। ব্যাংকটির ওয়েবসাইট ঘেঁটে দেখা যায়, এসব সঞ্চয় প্রকল্পের সর্বোচ্চ সুদহার ১০ শতাংশ ও সর্বনিম্ন ৫ শতাংশ। মেয়াদ ৩ বছর থেকে শুরু করে ১৫ বছর পর্যন্ত। দেখে নেওয়া যাক, সোনালী ব্যাংকের কী ধরনের সঞ্চয় প্রকল্প আছে।