বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসনে দুই দিনে জামায়াত, জাতীয় পার্টি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এই যোগদানের মধ্য দিয়ে জেলায় বিএনপির সাংগঠনিক অবস্থান আরও শক্তিশালী হলো বলে মনে করছেন দলটির নেতারা।

সর্বশেষ বৃহস্পতিবার রাতে বাগেরহাট ৩- রামপাল ও মোংলা আসনের ধানের শীষের প্রার্থী ড শেখ ফরিদুল ইসলামের হাতে ফুল দিয়ে রামপালের ফয়লা বাজারে বিএনপির কার্যালয়ে জামায়াত, জাতীয় পার্টি ও আওয়ামী লীগসহ বিভিন্ন দলের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দেন।

এর আগের দিন বুধবার বাগেরহাট-২ সদর ও কচুয়া আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বাগেরহাট-১ ফকিরহাট মোল্লাহাট ও চিতলমারী আসনের ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল এবং বাগেরহাট ৪ মোরেলগঞ্জ ও শরণখোলা আসনের ধানের শীষের প্রার্থী সোমনাথ দে এর হাতে ফুল দিয়ে বিভিন্ন থানা ও ইউনিয়নের জামায়াত, জাতীয় পার্টি ও আওয়ামী লীগসহ বিভিন্ন দলের আরও আড়াই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

বৃহস্পতিবার রাতে রামপালে বিএনপিতে যোগ দেওয়া উজলকুড় ইউনিয়ন যুব জামায়াতের অফিস সেক্রেটারি আঃ কাদের বলেন, ১৯৯৫ সালে ছাত্রশিবিরের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের শুরু। পরে তিনি যুব জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে বিগত ৫ আগস্টের পর থেকে জামায়াত তাদের নীতি ও আদর্শ থেকে সরে গেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, জামায়াত এখন মানুষকে বিভ্রান্ত করে বেহেশতের টিকিট বিক্রির রাজনীতি করছে। এ ছাড়া এই এলাকার বিএনপির প্রার্থী ড শেখ ফরিদুল ইসলাম একজন কর্মীবান্ধব নেতা। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং ধানের শীষের প্রার্থীর কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে জামায়াত, যুব জামায়াত ও শিবিরের একাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। এখন থেকে তারা বিএনপির রাজনীতি করবেন।

রামপালের উজলকুড় ইউনিয়ন জাতীয় পার্টির সহসভাপতি মোল্লা মহসিন বলেন, তারুণ্যের প্রতীক তারেক রহমান এই আসনে একজন সৎ, নির্ভীক ও যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। ড ফরিদুল ইসলামের দীর্ঘ ১৭ বছরের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তিনি নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং বাগেরহাট ৩ আসনের ধানের শীষের প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, শুধু রামপাল নয়, গত দুই দিনে জেলার চারটি সংসদীয় আসনে বিএনপির প্রতি আস্থা রেখে জামায়াতসহ বিভিন্ন দলের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। তিনি তাদের সবাইকে স্বাগত জানান।

তিনি আরও বলেন, যারা যোগ দিয়েছেন তারা অন্য রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন এবং তাদের রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আগামী সংসদ নির্বাচনসহ ভবিষ্যতে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মিশন ও ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিডি প্রতিদিন/আশিক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews