সিলেটের বিশ্বনাথে আগুনে পুড়ে রেছনা বেগম (১৮) নামে এক নববধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিয়ের মাত্র ১৬ দিনের মাথায় গতকাল রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত রেছনা বেগম উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের দ্বীপবন্দ বিলপাড় গ্রামের আবদুল মালিকের স্ত্রী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি দ্বীপবন্দ বিলপাড় গ্রামের আবদুল মালিকের সঙ্গে উপজেলার অলংকারী ইউনিয়নের আলমনগর গ্রামের আবদুল শহীদ সরকারের মেয়ে রেছনা বেগমের বিয়ে হয়।
ঘটনার দিন সকালে আবদুল মালিক তার বড় ভাইয়ের প্রসূতি স্ত্রীকে চিকিৎসার জন্য সিলেটের একটি ক্লিনিকে নিয়ে যান। এ সময় পরিবারের অন্যান্য সদস্যরাও তার সঙ্গে ছিলেন। বাড়িতে তখন নববধূ রেছনা বেগম এবং ৮ বছর বয়সী এক শিশু অবস্থান করছিল।
বিকেল সাড়ে ৩টার দিকে হঠাৎ আবদুল মালিকের বসতঘরের রান্নাঘর থেকে চিৎকারের শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময় ভেতর থেকে বন্ধ থাকা রান্নাঘরের দরজা কৌশলে খুলে তারা দেখতে পান রেছনার পুরো শরীরে আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রেছনা বেগম মারা যান।
খবর পেয়ে গত রাত ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/জামশেদ