মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার (২৭ অক্টোবর) ২০২৮ সালের নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তবে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে তিনি সরাসরি কিছু জানাননি। ফলে হোয়াইট হাউসে তার মেয়াদ বাড়ানোর সম্ভাবনা নিয়ে নতুন করে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

ট্রাম্প বারবার সাংবিধানিকভাবে নির্ধারিত দুই মেয়াদের বাইরেও ক্ষমতায় থাকার ইঙ্গিত দিয়েছেন। কখনো জনসভায় এটি নিয়ে তিনি রসিকতা করেছেন, কখনো বা ‘ট্রাম্প ২০২৮’ টুপি পরেছেন। তার কিছু ঘনিষ্ঠ সহযোগী এ ধরনের ইঙ্গিতকে গুরুত্ব সহকারে নিয়েছেন, এমনকি তারা এটি বাস্তবায়নের জন্য আইনি বা রাজনৈতিক পথ অনুসন্ধানের কথাও বলেছেন। যদিও অধিকাংশ সাংবিধানিক বিশেষজ্ঞ এ সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কেউ দুইবারের বেশি নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হতে পারেন না। কিছু সমর্থক প্রস্তাব দিয়েছেন, ট্রাম্প যদি ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে অংশ নেন এবং নির্বাচিত প্রেসিডেন্ট পরে পদত্যাগ করেন, তবে তিনি পুনরায় প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন।

সোমবার মালয়েশিয়া থেকে টোকিও যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে এক মতবিনিময়কালে ট্রাম্প বলেন, ‘আমার যদি এটা করার সুযোগ থাকে, তবুও আমি তা করব না। আমার মনে হয় এটা সুন্দর। আমার মনে হয় মানুষ এটা পছন্দ করবে না। খুব সুন্দর হলেও এটা ঠিক হবে না।’

তৃতীয় মেয়াদের সম্ভাবনার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি অবশ্যই তা করতে চাইব। এখন আমার জনপ্রিয়তা সর্বোচ্চ পর্যায়ে।’

একজন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেন, তিনি কি তাহলে তৃতীয় মেয়াদের সম্ভাবনাকে নাকচ করছেন না। জবাবে ট্রাম্প বলেন, ‘আমি নাকচ করছি না? সেটা আপনাদেরই বলতে হবে।’

তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট পদপ্রার্থীর বৈধতা নিয়ে আদালতে লড়তে ইচ্ছুক কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আমি আসলে এটা নিয়ে ভাবিনি।’

৭৯ বছর বয়সী ট্রাম্প যদি আবারো প্রেসিডেন্ট নির্বাচিত হন, তাহলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। কারণ ২০২৮ সালে তার বয়স হবে ৮২ বছর।

সূত্র : রয়টার্স



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews