ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। এ অভিনেতা ২০২১ সালের শুরুতে ‘নেত্রী : দ্য লিডার’ নামে একটি সিনেমার কাজ শুরু করেছিলেন। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন অভিনেতার স্ত্রী তথা চিত্রনায়িকা বর্ষা। অনন্তকে দেখা যাবে বর্ষার বডিগার্ডরূপে।
দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ মাধবের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয়েও দেখা যাবে ভারতের জনপ্রিয় তিন অভিনেতা প্রদীপ রাওয়াত, কবির দুহান সিং ও তরুন অরোরা। সিনেমাটির শুটিংও শুরু হয়েছিল। কাজও হয়েছে প্রায় আশি ভাগ।
সর্বশেষ গত বছর অনন্ত বলেছিলেন, বাকি ২০ ভাগ শুটিং শেষ করে এটি ওই বছরই মুক্তি দেওয়া হবে। কিন্তু ২০২৪’র পর নতুন বছরের সাড়ে তিন মাস পেরিয়ে গেলেও এ সিনেমা নিয়ে কোনো আওয়াজ নেই। তাই সিনেমাটি কবে নাগাদ মুক্তি পাবে সেটিও অজানা। অন্যদিকে এ অভিনেতার আরও এক আলোচিত সিনেমা ‘অপারেশন জ্যাকপট’। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নৌ-সেক্টর পরিচালিত চট্টগ্রাম-মোংলা সমুদ্রবন্দর, চাঁদপুর ও নারায়ণগঞ্জে একযোগে গেরিলা অভিযান পরিচালিত হয়, যা অপারেশন জ্যাকপট নামে পরিচিত। এই পটভূমিতেই সিনেমাটি নির্মাণ করছেন কলকাতার রাজীব কুমার বিশ্বাস ও দেলোয়ার জাহান ঝন্টু।
২০২৪ সালের জানুয়ারিতে এ সিনেমার শুটিংও শুরু হয়। তখন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সিনেমাটিং শুটিং চালিয়ে নিয়ে গেছেন প্রযোজক স্বপন চৌধুরী। বর্তমানে সিনেমাটির কার্যক্রম নিয়ে কোনো আওয়াজ নেই। জুলাই-আগস্ট ছাত্র-জনতা আন্দোলনের পর পরিবর্তিত প্রেক্ষাপটে সিনেমাটির কাজ কবে শেষ হবে বা আদৌ শেষ হবে কী না সেটাও অনিশ্চিত।
এ সিনেমায় অনন্ত ছাড়া আরও অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াত, নিপুন, ইমন, নিরব, রোশান, শিপন মিত্র, জয় চৌধুরী, আমান রেজা, সাঞ্জু জন, মিশা সওদাগর, ডন প্রমুখ।
একটি খুনের সত্য ঘটনা অবলম্বনে ২০২৩ সালে ঘোষণা দিয়ে ২০২৪ এর শুরুর দিকে শুটিং শুরু হয় ‘এশা মার্ডার : কর্মফল’ নামে একটি সিনেমার। এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সানী সানোয়ার। একই বছর রোজার ঈদে সিনেমাটি মুক্তির কথা বললেও পরবর্তীতে একাধিক তারিখ দিয়েও পর্দায় নিয়ে আসতে পারেননি নির্মাতা। এ সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন এবং পূজা ক্রুজ।
সরকারি অনুদানে নির্মিতব্য সিনেমা ‘ফুটবল ৭১’। দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে এর নাম পরিবর্তন করে রাখা হয় ‘ঠিকানা বাংলাদেশ’। পরিচালনা করছেন অনম বিশ্বাস। এ সিনেমায় স্বাধীন বাংলা ফুটবল দলের বীরত্ব উঠে আসার কথা বলেছিলেন নির্মাতা। এ সিনেমাটির কাজ আদৌ শেষ হয়েছে কিনা, বা হয়ে থাকলে কবে মুক্তি পাবে সেটাও অজানা।
এ সিনেমায় অভিনয় করছিলেন আরেফিন শুভ, নুসরাত ফারিয়া, ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাধন লিংকন প্রমুখ।
এদিকে অভিনেতা আরেফিন শুভর আরও দুটি আলোচিত সিনেমা ‘নূর’ ও ‘নীলচক্র’। ‘নূর’ পরিচালনা করেছেন রায়হান রাফি। নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। এ সিনেমার কাজ শুরু হয়েছে ২০২২ সালে। প্রযোজনা করেছে সেলিম খানের শাপলা মিডিয়া। একাধিকবার আওয়াজ দিয়েও সিনেমাটি মুক্তি পায়নি। এদিকে জুলাই-আগস্ট ছাত্র-জনতা আন্দোলনে গণপিটুনিতে নিহত হন ফ্যাসিস্ট হাসিনার দোসর সেলিম খান ও তার ছেলে অভিনেতা শান্ত খান। তাই সিনেমাটির ভবিষ্যৎ এখন অনেকটাই অন্ধকারে।
শুভর আরেক আলোচিত সিনেমা ‘নীলচক্র’। পরিচালনা করেছেন মিঠু খান। এটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এ প্রদর্শিত হয়েছে। কিন্তু বাংলাদেশে কবে মুক্তি পাবে সেটি এখনও নিশ্চিত করেনি নির্মাতা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী।
নায়ক শাকিব খানও ‘আগুন’ নামে একটি সিনেমা নিয়ে বেশ বিপাকে আছেন। ২০১৯ সালে বেশ ঘটা করে জাহারা মিতু নামের এক মেয়েকে নিয়ে সিনেমাটির নির্মাণ কাজ শুরু করেন বদিউল আলম খোকন। সিনেমাটির একাধিক গানের শুটিং এখনও হয়নি। তাই মুক্তিও দিতে পারছেন না। জানা গেছে, খোদ শাকিব খানও চান না, এই সিনেমা এখন আর মুক্তি পাক। এ সিনেমায় আরও অভিনয় করেছেন আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রত প্রমুখ।
বিদ্যা সিনহা মিম ২০২৩ সালে শুরু করেছিলেন ‘দিগন্তে ফুলের আগুন’ নামে একটি সিনেমার কাজ। অভিনেত্রী শমী কায়সারের প্রযোজনায় এটি পরিচালনা করছেন ওয়াহিদ তারেক। এতে দেখা যাবে শমীর বাবা-মা শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের জীবনের কিছু অংশ। মিম অভিনয় করছিলেন পান্না কায়সারের ভুমিকায়। কিন্তু বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনে সিনেমাটির কাজ আদৌ শেষ হবে কী না সেটাও অনিশ্চিত।