ঢাকা, ২২ জানুয়ারি – রাজধানীর নয়াপল্টনে একটি স্কুলে শিশুশিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুকে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় ডাকা হয়েছে।
ভাইরাল সিসিটিভি ফুটেজে দেখা যায়, চশমা পরা, ঘি রঙের প্যান্ট ও ছাঁই রঙের টি-শার্ট পরা এক ব্যক্তি শিশুটিকে মারছেন। পাশে গোলাপি শাড়ি পরা একজন নারী শিশুটির হাত ধরে রাখছেন। কিছু সময় পরপর ওই ব্যক্তি আবার এসে শিশুটিকে আঘাত করছেন।
পুলিশ জানায়, ভিডিও ভাইরাল হওয়ার পর তারা ঘটনাস্থল শনাক্ত করেছে। এটি নয়াপল্টনের ‘শারমিন একাডেমি’ নামের একটি স্কুলে ঘটেছে। স্কুলের প্রতিষ্ঠাতা ও কয়েকজন শিক্ষককে ইতোমধ্যে থানায় ডাকা হয়েছে, তবে তারা বারবার সময় নিচ্ছেন।
ডিএমপির পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নজরে এসেছে। নির্যাতনে জড়িতদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তার। তাদের থানায় হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
এনএন/ ২২ জানুয়ারি ২০২৬