জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, ছাত্রলীগের কোনো কমিটিতে তার কখনও কোনো পদ-পদবি ছিল না। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ব্যবহার করে এ সংক্রান্ত যে প্রচারণা চালানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন তিনি।

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় জেলা এনসিপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সারজিস আলম।

তিনি বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড বানিয়ে বলা হচ্ছে, আমি নাকি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির হয়ে ঈদ শুভেচ্ছা জানাতাম। বাস্তবে জীবনের কোনো পর্যায়েই ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি তো দূরের কথা, কোনো কমিটিতেই আমার কোনো পদ-পদবি ছিল না।”

সারজিস আলম অভিযোগ করেন, তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পরিকল্পিতভাবে এসব গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। তিনি বলেন, এনসিপির রাজনীতিতে যারা যুক্ত হচ্ছেন, তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে এবং এতে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews