ভারতের উগ্রপন্থী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ মুসলিমদের বলেন, হিন্দুদের কাছ থেকে ধর্মীয় শৃঙ্খলা শেখা উচিত, যারা মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কোনো অপরাধ, ধ্বংস বা হয়রানির ঘটনা ঘটেনি।

গতকাল মঙ্গলবার (১ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, মুসলিমরা উত্তরপ্রদেশের জনসংখ্যার ২০ শতাংশ হলেও সরকারি কল্যাণ স্কিমের সুবিধাভোগীদের মধ্যে তাদের অংশ ৩৫-৪০ শতাংশ।

সম্প্রতি ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে উত্তর প্রদেশের মিরাট পুলিশ এক কড়া নির্দেশনা জারি করে। ঈদে রাস্তায় নামাজ আদায় করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স জব্দের মতো সিদ্ধান্তে গড়াতে পারে বলে সতর্ক করেছে তারা।

মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং বলেন, ঈদের নামাজ কেবল মসজিদ কিংবা নির্ধারিত ঈদগাহেই আদায় করতে হবে। কেউ রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews