রাজধানীর এভারকেয়ার হাসপাাতলে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতির দিকে আছে, মেডিকেল সাইন্সের ভাষায় তিনি চিকিৎসা নিতে পারছেন। এমনটিই জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তারেক রহমান সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন। সকল রাজনৈতিক দলের নেতারা তার স্বাস্থ্যের খোঁজ রাখছেন। গতকাল বুধবার রাতে এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে দেশের বাইরে নেয়া হতে পারে, তবে এই মুহূর্তে নির্দিষ্ট তারিখ বলা যাচ্ছে না। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় নানা রকম কথা বলা হয়, তবে চিকিৎসকদের ছাড়া কারও কথায় তথ্য প্রচার না করার অনুরোধ থাকবে। এভারকেয়ারে সর্বোচ্চ চিকিৎসা পাচ্ছেন খালেদা জিয়া। দেশ ও বিদেশী চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন, তার স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতির দিকে আছে, মেডিকেল সাইন্সের ভাষায় তিনি চিকিৎসা নিতে পারছেন।
ডা. জাহিদ বলেন, আউসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বেগম জিয়া। সংকটাপন্ন মানুষের যে চিকিৎসা প্রয়োজন তার মধ্যেই রয়েছেন তিনি। দেশেই বেগম খালেদা চিকিৎসায় সর্বোত্তম সেবা নিশ্চিতে কাজ করছে মেডিকেল বোর্ড। এখনই তাকে বিদেশে নেয়া হচ্ছে না। কিন্তু যেকোনো প্রয়োজনে দেশের বাইরে নেয়া হতে পারে।
ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন জানিয়ে তিনি বলেন, ম্যাডাম (বেগম জিয়া) একজন রোগী, তার সম্পর্কে সব কিছু প্রকাশ্যে বলা পারমিট করে না। যে চিকিৎসা দেয়া হচ্ছে, সেটাতে তিনি সাড়া দিচ্ছেন।
দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। গত বছরের ৫ আগস্টে গণÑঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর খালেদা জিয়া মুক্তি পান। এরপর চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
এরপর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেয়া হয় বিএনপি চেয়ারপার্সনকে। সবশেষ গত ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে তিনি সংকটাপন্ন পরিস্থিতিতে রয়েছেন বলে জানিয়ে আসছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেনসহ শীর্ষ পর্যায়ের নেতারা।
এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এভারকেয়ার হাসপাতালে গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম। বুধবার বিকেলে এক ঘণ্টার অধিক সময় পর্যন্ত তিনি হাসপাতালে অবস্থান করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তার বর্তমান শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা এবং পরবর্তী করণীয় সম্পর্কে ব্রিফে অংশ নেন তিনি। তবে এ সম্পর্কে হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
খালেদা জিয়ার ১৮তম দিনের মতো চিকিৎসা চলছে। তার চিকিৎসার শুরুতে সকাল থেকে রাত পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ভিড় থাকলেও এখন আর নেতাকর্মীরা সেভাবে ভিড় করছেন না এখানে। মাঝে মাঝে দুই একজন নেতাকর্মীরা আসলেও বাহির থেকেই খোঁজ খবর নিয়ে চলে যাচ্ছেন। বুধবার বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে সকাল থেকেই নেতাকর্মীদের ভিড় করতে দেখা যায়নি। নেতাকর্মীদের উপস্থিতি না থাকলেও নিরাপত্তায় নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত আছেন।