সারাক্ষণ মোবাইল ফোন, স্মার্টওয়াচ ব্যবহার করলেও চার্জ দিতে ভুলে যান অনেকেই। সকালে অফিসে যাওয়ার সময় খেয়াল করলেন ফোনে একেবারেই চার্জ নেই। সঙ্গে চার্জারও আনেননি। এমন পরিস্থিতিতে ভরসা পাওয়ার ব্যাংক।

এছাড়া সাধারণ ব্যবহারকারী তো বটেই, যারা প্রচুর ট্রাভেল করেন তাদের জন্য এটা একমাত্র ভরসা। তবে বেশিরভাগ সময় এমন হয় যে পাওয়ার ব্যাংক কেনার কিছুদিন পর সেটি আর ভালোভাবে কাজ করছে না। তাই বুঝে শুনে একটা ভালো পাওয়ার ব্যাংক কিনতে হবে।

ভালো পাওয়ার ব্যাংক কেনার কয়েকটা শর্ত অবশ্যই মেনে চলতে হবে। যাতে পাওয়ার ব্যাংক এবং ফোন দুটোই ভালো থাকে। আসুন দেখে নেওয়া যাক ভালো একটা পাওয়ার ব্যাংক কেনার আগে কী কী দেখে নিতে হবে-

ভোল্টেজ আউটপুট
পাওয়ার ব্যাংক কেনার আগে অবশ্যই দেখা উচিত এর ভোল্টেজ ও বিল্ড ক্যাপাসিটি কতটা। এখনকার স্মার্টফোনের ভোল্টেজ আউটপুট সাধারণত ৫ ভোল্ট। কিছু ক্ষেত্রে আরও বেশি। তাই ফোনের যা ভোল্টেজ পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি তার চেয়ে অবশ্যই বেশি হতে হবে। সেটা না হলে পাওয়ার ব্যাংকের সব চার্জ মোবাইল টেনে নেবে। এতে ফল হবে উল্টো। তাই ফোনের ভোল্টেজ এবং পাওয়ার ব্যাঙ্কের ভোল্টেজ এই দুটো বিষয় ভালো ভাবে দেখে নিয়ে তবেই পাওয়ার ব্যাংক কেনা উচিত।

চার্জ ক্যাপাসিটি
পাওয়ার ব্যাংকের চার্জ ক্যাপাসিটি কতটা তা দেখে নেওয়া জরুরি। অর্থাৎ জিরো থেকে ১০০ শতাংশ চার্জ কতটা সময়ে এবং কতবার করতে পারছে পাওয়ার ব্যাংক। একটা ভালো পাওয়ার ব্যাংক একটা ফোন তিনবার চার্জ দিতে পারে। তিন না হলেও ফুল চার্জড পাওয়ার ব্যাংক যেন দু'বার ফোন চার্জ দিতে পারে। এজন্য পাওয়ার ব্যাংক কেনার আগে ফোনের ক্যাপাসিটি অনলাইনে বা সেটিংসে গিয়ে চেক করে নিন। দেখুন ফোনের ব্যাটারির এমএএইচ কত। যদি ব্যাটারির এমএএইচ ৪০০০ হয়, তবে অবশ্যই পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি ৮০০০ হতে হবে। তবেই অন্তত দু'বার ফোন ফুল চার্জড করতে পারবে সেই পাওয়ার ব্যাংক।

সেফটি
পাওয়ার ব্যাংকের সেফটির বিষয়টিও মাথায় রাখতে হবে। পাওয়ার ব্যাংকের কাজ শুধু চার্জ দেওয়াই নয়, চার্জ দেওয়া শেষ হলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাওয়া। ওভার হিটিং যাতে না হয়, সেটা নিশ্চিত করা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফোনের ইন্টিগ্রেটেড সার্কিটকে সুরক্ষিত রাখা। ফোন তো খারাপ হবেই, আপনিও আহত হতে পারেন।

কোয়ালিটি
কোয়ালিটি অব বিল্ডটাও খুব জরুরি একটা বিষয়। দেখে নিতে হবে জিনিসটি যেন ভালো মানের প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম মেড হয়। এ রকম হলে ডাস্ট বা জল ঢোকার সম্ভাবনা অনেকটাই কমে যায়।

ইন্ডিকেটর আছে কি না
পাওয়ার ব্যাংকে যেন ইন্ডিকেটর থাকে। অর্থাৎ সেটিতে কতটা চার্জ আছে, কতক্ষণ চলবে, সেটি যেন জানা যায়। ভালো পাওয়ার ব্যাংকে ব্যাটারি পার্সেন্টেজ বা লাইট ইন্ডিকেটর থাকে। সেগুলো দেখে নেওয়া উচিত।

ভালো কোম্পানির পাওয়ার ব্যাংক কেনা
পাওয়ার ব্যাংক খুব ভালো ও পরিচিত কোম্পানিরই কেনা উচিত। তাতে যেন লিথিয়াম পলিমার বা লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে। কম দামের পাওয়ার ব্যাংকে অনেক সময়েই এই গোত্রের ব্যাটারি থাকে না। সে জন্য এই পাওয়ার ব্যাংকগুলো ফেটে যায়। যেটা খুব ক্ষতিকর।

সূত্র: চয়েজ

কেএসকে/জেআইএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews