গত পাঁচ বছরে চীন গড়ে তুলেছে বিশ্বের সবচেয়ে বৃহৎ ও আধুনিক ফাইভ-জি নেটওয়ার্ক অবকাঠামো। দেশটিতে চলতি বছরের সেপ্টেম্বর মাস শেষে ৪৭ লাখ ১০ হাজারেরও বেশি ফাইভজি বেস স্টেশন তৈরি করা হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪ লাখ ৫৫ হাজার বেশি।

এসব তথ্য জানিয়েছে চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

চীনের টেলিযোগাযোগ খাত চলতি বছরের প্রথম ৯ মাসে স্থিতিশীল প্রবৃদ্ধি ধরে রেখেছে। সেপ্টেম্বরের শেষে, চীনের তিনটি প্রধান টেলিকম কোম্পানি ও চায়না ব্রডনেট মিলিয়ে ১২০ কোটি মোবাইল ব্যবহারকারী ফাইভজি পরিষেবায় যুক্ত হয়েছেন।

সূত্র: সিএমজি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews