যশোর ভ্রমণের সুবাদে জুয়েল আইচ, এন্ড্রু কিশোর, কুমার বিশ্বজিৎ, সুবীর নন্দী ও ফকির আলমগীরের মতো গুণী মানুষের পা-ও জলযোগে পড়েছে বলে জানালেন সাধন বিশ্বাস। তিনি নিজ থেকেই বললেন বিখ্যাত উপন্যাস মেমসাহেব-এর স্রষ্টা নিমাই ভট্টাচার্যের কথা। তাঁর জীবনের বেশ কিছু সময় যশোর শহরে কেটেছিল। পুরোনো দিনের স্মৃতিচারণা করতে তিনি একবার জলযোগে এসেছিলেন।
বিখ্যাত এই মানুষগুলোর জলযোগে আসার কোনো ছবি আছে কি না বা পরিদর্শন বই ব্যবহার করেন কি না—প্রশ্নের জবাবে সাধন বিশ্বাস বললেন, ‘আজকালের মতো তখন তো মুঠোফোন ক্যামেরার প্রসার ছিল না। তাই ছবি সংরক্ষণ করা সম্ভব হয়নি। আর পরিদর্শন বই নিয়ে সেভাবে কখনো ভাবা হয়নি। তা ছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠান, কাজটা আমাদের জন্য একটু কঠিনও। কে কী মনে করেন।’