অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচন হবে, কোথাও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই।  আমরা কোনো প্রার্থীর সঙ্গে কথা বলছি না।  আমরা জনগণের সঙ্গে কথা বলেছি।  তারা যেন সমান সুযোগ পায়, এটা প্রমাণ প্রশাসন করবে। প্রশাসন মোটেও কোনো পক্ষপাতিত্ব করবে না। 

সোমবার (১৯ জানুয়ারি) বিকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷ 

ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, বিষয়টি নির্বাচন কমিশন দেখবে।  ২২ জানুয়ারি প্রচার-প্রচারণা শুরু হবে।  এরপর যদি কেউ সভা সমাবেশ করে সেটা নির্বাচন কমিশনের আয়ত্তে।  

আরও পড়ুন

আরও পড়ুন

হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: ফরিদা

হাদি হত্যার বিচারে সরকার অঙ্গীকারবদ্ধ: ফরিদা

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, সদর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর মেজর রাহাত খান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জসীম উদ্দিন ও জেলা নির্বাচন  কর্মকর্তা আবদুর রশিদ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews